এটিএম বুথে জালিয়াতির ঘটনায় এক বিদেশি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : পোল্যান্ডের থমাস পিটাররাজধানীতে বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথে জালিয়াতির ঘটনায় থমাস পিটার নামে পোল্যান্ডের এক নাগরিককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার মারুফ হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবে পুলিশ।
এদিকে রবিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮ ভুয়া ডিবি পুলিশকেও গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের ব্যবহৃত জ্যাকেট, পুলিশ মনোগ্রাম, হ্যান্ডকাফ, ওয়াকিটকি, খেলনা পিস্তল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।