শনিবার, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রী নিয়ে হ্রদে ভেঙে পড়ল হেলিকপ্টার

 
আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ যাত্রীকে নিয়ে হ্রদে ভেঙে পড়ল একটি বেসরকারি হেলিকপ্টার। হাওয়াই দ্বীপের পার্ল হারবারের ঘটনা।
কী হয়েছিল?

image (2)
হাওয়াইয়ের ওয়াহু দ্বীপ থেকে পাচ যাত্রীকে নিয়ে উড়েছিল হেলিকপ্টারটি। ওয়াহুতে পর্যটনের জন্যই এই হেলিকপ্টার ব্যবহার করা হয়। সে রকমই পাঁচ যাত্রীকে নিয়ে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই হ্রদে গোত্তা খেয়ে পড়ে। এক জনের অভস্থা আশঙ্কাজনক হলেও বাকি চার জনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। কপ্টারটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে এক ট্যুর গাইড এবং ঘটনাস্থলে থাকা লোক জন উদ্ধারকাজে নেমে পড়েন। হেলিকপ্টারটি কী ভাবে ভেঙে পড়ছে তা ক্যামেরায় ধরা পড়েছে।