রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জোড়া সেঞ্চুরিতে পাল্টা জবাব অস্ট্রেলিয়ার

Steven-Smith-celebrates-his20160221055937স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চ টেস্টটাকে পুরোপুরি ব্রেন্ডন ম্যাককালামের হতে দিচ্ছে না অস্ট্রেলিয়া। একে তো টানা ১০০টিরও বেশি টেস্ট খেলা ম্যাককালামের বিদায়ী ম্যাচ এটি, তারওপর- ক্যারিয়ারের শেষ টেস্টে এসে যে কীর্তি তিনি গড়েছেন ৫৪ বলে সেঞ্চুরি করে, তাতে কিউই এই ব্যাটসম্যান যে দেশটির সর্বকালের সেরা বিবেচনা হবেন তাতে কোন সন্দেহ নেই। সেই ম্যাককালামের টেস্টটাতে ভাগ বসিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া। জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের জবাব দিচ্ছে সফরকারীরা।

জো বার্নস আর স্টিভেন স্মিথের সেঞ্চুরির ওপর ভর করে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ চার উইকেট হারিয়ে ৩৬৩ রান। নিউজিল্যান্ডের চেয়ে আর মাত্র ৭ রান পিছিয়ে অস্ট্রেলিয়া। তবে, তৃতীয়দিন সকালেই যে লিড নিয়ে নেবে অসিরা, তাতে আর সন্দেহ নেই। বরং, লিডটা কতদুর নিয়ে যায় তারা, সেটাই এখন দেখার বিষয়।

টেস্ট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ম্যাককালাম আগেরদিনই গড়েছেন। তার ৭৯ বলে ১৪৫ রানের ইনিংসের ওপর ভর করেই প্রথম দিন নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৭০। দিনের প্রায় ২৪ ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিকে ওয়ার্নারের উইকেট হারালেও বাকি সময়টা নির্বিঘ্নেই কাটিয়ে দেয় অস্ট্রেলিয়া।

১ উইকেটে ৫৭ রান নিয়ে দ্বিতীয় দিন খেলতে নামে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই উসমান খাজাকে তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে বিপদে ফেলার ইঙ্গিত দেয় কিউই বোলার ট্রেন্ট বোল্ট। কিন্তু জো বার্নস আর স্টিভেন স্মিথের ইস্পাত-দৃঢ় জুটিই বাঁচিয়ে দেয় অসিদের। বরং, লিড নেয়ার পর্যায়ে চলে আসে তারা। তৃতীয় উইকেটে ২৮৯ রানের জুটি গড়েন তারা দু’জন।

ক্যারিয়ারে ১০ম টেস্ট খেলতে নেমে তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন জো বার্নস। ৩২১ বল মোকাবেলা করে ১৭০ রান করে আউট হন তিনি। স্টিভেন স্মিথ করেন ১৪তম সেঞ্চুরি। ২৪১ বলে ১৩৮ রান করে আউট হন তিনি। ৩৫৭ রানে চতুর্থ উইকেট পড়ার পর অবশ্য অস্ট্রেলিয়াকে আর বিপদে পড়তে হয়নি। দ্বিতীয় দিন শেষে অসিদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৬৩। উইকেটে অ্যাডাম ভোজেস ২ রানে এবং নাথান লায়ন ৪ রানে। ২টি করে উইকেট নেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং নেইল ওয়াগনার।

এ জাতীয় আরও খবর

পেঁয়াজের দাম দ্বিগুণ, সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত!

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী

‘ট্রাম্প-শি-মোদি ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, আমাদের করতে হবে’

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

আগামী নির্বাচন দেশের ইতিহাসে সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

শরীরে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি, কী হয়েছে সৃজিতের?

গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিয়া থেকে এক হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

কঙ্গোতে নৌকা উল্টে নিহত অন্তত ১৪৮

নিজের বাড়ির সামনেই ভেসে উঠল সেই শিশুর মরদেহ

‘একমত চিহ্নিত করেছি, জাতির আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরি হবে’