সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

“বিশ্বকাপের আয়োজক টাকা দিয়ে হওয়া যায় না”

 

 

স্পোর্টস ডেস্ক : কাতারের ২০২২ বিশ্বকাপের আয়োজন স্বত্ব পাওয়ার জের ধরেই তো এলোমেলো ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সাজানো বাগান! ২০২২ বিশ্বকাপের ভোটাভুটি নিয়ে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ তো আছেই, ফিফার বিরুদ্ধে অন্যান্য বিষয়েও আর্থিক অনিয়মের অভিযোগ। দুর্নীতির অভিযোগ ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের বিরুদ্ধেও।

 

 

সংস্থার নৈতিকতা কমিটি এক আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এরই মধ্যে ৭৯ বছর বয়সী ব্ল্যাটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে। ব্ল্যাটার অবশ্য নিজেকে সব সময়ই নির্দোষ দাবি করে এসেছেন। বলেছেন, অন্যের অপরাধের দায়ভার তিনি কেন মাথায়​ নেবেন। কাতারের বিশ্বকাপ আয়োজক হওয়া নিয়েও তাঁর সাফ কথা, ‘টাকা দিয়ে বিশ্বকাপের আয়োজক হওয়া যায় না।’

1814-700x336

 

তবে সুইস ফুটবল সংগঠক ব্ল্যাটার স্বীকার করেছেন, “বিশ্বকাপের আয়োজক নির্ধারণে অনেক সময় রাজনৈতিক প্রভাবের কাছে সংস্থার অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। নীতি​ থেকে বেরিয়ে এসে নতি স্বীকার করতে হয়েছে সংস্থাকে। কাতারের ২০২২ বিশ্বকাপের আয়োজন স্বত্ব পাওয়াটা রাজনৈতিক প্রভাবের কাছে ফিফার সেই অসহায়ত্বেরই ফল!”

বৃহস্পতিবার ফিফার আপিল কমিটির শুনানিতে হাজির হয়েছিলেন ব্ল্যাটার। তাঁর নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্ল্যাটারের আবেদনে কমিটি সাড়া দেবে কিনা, তা জানা যাবে এই সপ্তাহেই। তবে সংবাদমাধ্যমকে খোলাখুলিই জানিয়েছেন ২০২২ বিশ্বকাপের ভোটাভুটি নিয়ে পর্দার পেছনের কিছু ঘটনা। ২০১০ সালে ফ্রান্সের সেসময়ের প্রেসিডেন্ট নিকোলাই সারকোজি এই ভোটাভুটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক স্বার্থেই ২০২২ বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারকে চেয়েছিল ফ্রান্স।

এ জাতীয় আরও খবর

আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ

প্রিয়াঙ্কার ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তন

জোভানের প্রেম ও বিয়ের গল্প!

উত্তর মেসিডোনিয়ায় নাইটক্লাবে আগুন, নিহত ৫১

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে গুম-খুনের বিচার হবে

৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার প্রস্তাব

মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন উজমা চৌধুরী

২৫ মার্চের মধ্যে বাড়িভাড়ার চুক্তি না করলে দায় হজ এজেন্সির

সোনার দাম বাড়লো, ভরি ১৫৩৪৭৫ টাকা

অনুসন্ধানে দুদক: ঠিকাদারি কাজে শেখ সেলিমের হাজার কোটির কমিশন বাণিজ্য

সেনা পাহারায় বিএমইউ ছাড়লেন অনিন্দিতা দত্ত

‘কাঁড়ি কাঁড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব’