জাঠ বিক্ষোভ হরিয়ানায় , আহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক : সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে কোটার দাবিতে জাঠ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের হরিয়ানা। পুলিশের গাড়ি, পাবলিক যানবাহন, শপিং মল, এমনকি মন্ত্রীর বাড়িতেও আগুন দিতে ছাড়েনি আন্দোলনকারীরা। চলমান এ বিক্ষোভে এখন পর্যন্ত তিনজনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন।
শনিবার স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, “বিক্ষোভ দমনে রীতিমত আধাসামরিক বাহিনী মাঠে নামাতে হয়েছে সরকারকে। তবে পরিস্থিতি এতোটাই উত্তাল যে, হরিয়ানার রোহতকে সড়কপথে ঢুকতে পারেননি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। হেলিকপ্টারে চড়ে আকশপথে তাদের এ জেলায় ঢুকতে হয়।”
খবরে বলা হয়, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মতো সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধার দাবিতে আন্দোলন শুরু করেন জাঠ সম্প্রদায়ের লোকজন। শুধু পুলিশের গাড়ি বা পাবলিক যানবাহন নয়, শনিবার সকালে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেন ঝিন্দের রেলওয়ে স্টেশনেও।
এর আগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। এতেও কোনো কাজ না হওয়ায় শুক্রবার রাতে নামানো হয় আধাসামরিক বাহিনী।