মুক্তি পেলেন অ্যালবার্ট উডফক্স
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে দীর্ঘ সময় একাকী সেলে বন্দী হিসেবে কাটানো অ্যালবার্ট উডফক্স মুক্তি পেয়েছেন। লুইজিয়ানার কারাগারের ৪৩ বছর একটি সেলে একাকী বন্দী ছিলেন তিনি।
১৯৭২ সালের এপ্রিলে এক কারারক্ষীকে হত্যার দায়ে তাকে ওই সেলে সবার থেকে আলাদা করে বন্দী করা হয়। ব্রেন্ট মিলার নামের ওই ব্যক্তির হত্যার অভিযোগে সবসময় নিজেকে নির্দোষ দাবি করা ৬৯ বছর বয়সী উডফক্স অবশেষে হত্যার অভিযোগ মেনে নেয়ার পরে তাকে মুক্তি দেয়া হয়। তার হত্যার অভিযোগ দুইবার আইনি লড়াই আদালতে গড়ায়। কিন্তু তার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত করতে না পারায় তৃতীয় বারের মতো তাকে আদালতে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন প্রসিকিউটররা।
এবার আর নিজেকে নির্দোষ দাবি না করে উডফক্স মুক্তির বিনিময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নেন। তবে এটা অপরাধের স্বীকারোক্তি নয় বলে উল্লেখ করেন তিনি।
উডফক্স বলেন, “যদিও আমি যে নিরপরাধ সেটা প্রমাণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম নতুন বিচারে, তবে আমার স্বাস্থ্য এবং বয়সের কারণে বিনা লড়াইয়ে কম অপরাধ মেনে নিয়ে মুক্তি পেতে চেয়েছি। আমি আশা করি এটা অনেক কিছুর শেষ হবে।”