বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্স বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন

news-image

ফ্রান্স বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এতে চানেল এস ও একাত্তর টিভির ইউরোপ প্রতিনিধি নুরুল ওয়াহিদকে সভাপতি, এনটিভি প্রতিনিধি খান বাবু রুমেলকে সাধারণ সম্পাদক ও বাংলাদেশ নিউজ এজেন্সি বিএনএ'র সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসাইনকে কোষাধ্যক্ষ এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের ফ্রান্স প্রতিনিধি দেবেস বড়ুয়াকে এক নম্বর সদস্য করে ২০১৫-২০১৭ সালের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ফ্রান্সের প্যারিস শহরের প্রাণকেন্দ্র গারদো নরদের একটি রেস্তোঁরায় সেখানে কর্মরত অধিকাংশ সংবাদকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন ও পুরনোদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য  সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি প্রবাস বাংলার সম্পাদক অধ্যাপক অপু আলম, সহসভাপতি জালালাবাদ ও ইনকিলাব প্রতিনিধি দেলওয়ার হোসেন সেলিম ও নয়া দিগন্ত প্রতিনিধি মুহাম্মদ নূরুল ইসলাম। যুগ্ম সম্পাদক চ্যানেল আই প্রতিনিধি সৈয়দ সাহিল, সাংগঠনিক সম্পাদক বাংলাভিশন প্রতিনিধি ফয়সাল আহম্মদ দীপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএ টিভি প্রতিনিধি মো. আব্দুল মালেক হিমু, তথ্য ও গবেষণা সম্পাদক বাংলার আলো প্রতিনিধি ফরিদ আহমেদ রনি, দপ্তর সম্পাদক শ্যামল সিলেট প্রতিনিধি বাসুদেপ গোস্বামী, সাংস্কৃতিক সম্পাদক দেশ কণ্ঠ প্রতিনিধি মুহাম্মদ ইবরাহীম ভূঁইয়া, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক ইউরোপের কথা প্রতিনিধি ওবায়দুর রহমান, সহদপ্তর সম্পাদক নিউজকক্স২৪.কম প্রতিনিধি সুনন্দন বড়ুয়া, নির্বাহী সদস্য এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রতিনিধি দেবেশ বড়ুয়া, মানবজমিন প্রতিনিধি ও ফ্রান্স বাংলা দর্পণ  সম্পাদক শামসুল ইসলাম ও কুমিল্লার কথা প্রতিনিধি কাজী হাবীবুর রহমান। সাধারণ সদস্যরা হলেন দেশ বানী প্রতিনিধি গোলাম ফারুক ভূঁইয়া, ঠিকানা প্রতিনিধি কামাল আহমদ, চ্যানেল এস প্রতিনিধি সেলিম চৌধুরী, মুক্ত কথা সম্পাদক বদরুজ্জামান, ফ্রিল্যান্স সাংবাদিক ওয়াহিদুজ্জামান, ফ্রিল্যান্স সাংবাদিক তোফায়েল আহম্মদ, ফ্রিল্যান্স সাংবাদিক আরিফুজ্জামান ইমন, ফ্রিল্যান্স সাংবাদিক খালেদ গোলাম কিবরিয়া, ফ্রিল্যান্স সাংবাদিক সিদ্দিকুর রহমান বাবু, ফ্রিল্যান্স সাংবাদিক মোহাম্মদ আলী, ফ্রিল্যান্স সাংবাদিক রাসেল আহম্মদ, কুমিল্লার আলো প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, ফ্রিল্যান্স সাংবাদিক সেলিম আল দ্বীন ও ফ্রিল্যান্স সাংবাদিক জুনেদ ফারহান। শিগগির অভিষেক অনুষ্ঠান ও স্মারক প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার