বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরিয়ানির প্যাকেটে ডিম নেই বলে রেস্তােরাঁ ভাঙচুর

news-image

বিরিয়ানির প্যাকেটে ডিম না থাকায় একটি রেস্তােরাঁয় ব্যাপক ভাঙচুর চালাল একদল উন্মত্ত যুবক। শুক্রবার বিকেলে হাওড়ার ডোমজুড় থানার সলপে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ঝাঁ–চকচকে রেস্টুরেন্টে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি কারখানায় বিশ্বকর্মা পুজোয় খাওয়া–দাওয়ার জন্য ওই রেস্তোরাঁয় ৪৫০ প্যাকেট বিরিয়ানির অর্ডার দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী বিরিয়ানি নিতে এসে তারা দেখেন কিছু প্যাকেটে ডিম নেই। এই নিয়ে রেস্টুরেন্টের লোকজনদের সঙ্গে ওই কোম্পানির লোকেদের তর্কাতর্কি ও বচসা শুরু হয়। তার জেরেই হঠাৎ তারা ওই রেস্তরাঁয় ভাঙচুর চালাতে শুরু করে। চেয়ার–টেবিল ভেঙে দেয়। কাচের প্লেট, গ্লাস ভেঙে দেওয়া হয়। সেখানে এলোপাথাড়ি তাণ্ডব চালানো হয়। রেস্টুরেন্টের কর্মীদেরও ব্যাপক মারধর করা হয়। ঘটনায় ৪ জন জখম হয়েছেন। রেস্টুরেন্টের সমস্ত খাবার উল্টে ফেলে দেয় হামলাকারীরা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিস। ৮ জন হামলাকারীকে গ্রেপ্তার করেছে। আরও কয়েকজন হামলাকারীকে খুঁজছে পুলিশ। হামলার জেরে ওই সময় সেখানে থাকা অন্যান্য ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়েন। উন্মত্ত যুবকরা মদ্যপ অবস্থায় ওই রকম বেপরোয়া হামলা চালিয়ে রেস্তরাঁটি লন্ডভন্ড করে দেয় বলে পুলিশের অনুমান।

 

এ জাতীয় আরও খবর