শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অবশেষে ফেসবুকে আসছে ‘ডিজলাইক’ বাটন

news-image

সামাজিক যোগাযোগের জনপ্রিয়তম ওয়েবসাইট ফেসবুকে ২০০৯ সালে ‘লাইক’ বাটন যুক্ত করার সময় থেকেই ফেসবুকের ব্যবহারকারীদের দাবি ছিল এর বিপরীতে ‘ডিজলাইক’ বাটন যুক্ত করা। কোনো পোস্ট বা ছবির বক্তব্যের সাথে সরাসরি বাটন টিপেই দ্বিমত বা ভিন্নমত জানানোর সুযোগ যাতে তৈরি হয়, সে কারণেই তাদের পক্ষ থেকে ডিজলাইক বাটনের দাবি ছিল। বেশ কয়েকবার প্রযুক্তি বাজারে এই ডিজলাইক বাটন সংযুক্তির গুজব শোনা গেলেও শেষ পর্যন্ত ফেসবুক দূরেই ছিল এই বাটনের সংযুক্তি থেকে। অবশেষে ফেসবুক বহুল প্রতীক্ষিত এই ডিজলাইকটি যুক্ত করতে যাচ্ছে। ফেসবুকের সদরদপ্তরে এক প্রশ্নোত্তর সেশনে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এই বাটনটি যুক্ত করার কথা জানিয়েছেন। প্রশ্নোত্তরের এক পর্যায়ে তিনি বলেন, ‘কয়েক বছর ধরে অনেকেই ডিজলাইক বাটনটি চালু করার জন্য বলে আসছিলেন। এই অনেকের সংখ্যা খুব কম নয়। আজকের দিনটি তাদের জন্য বিশেষ একটি দিন। কারণ আজকে আমি তাদের উদ্দেশ্যে বলতে পারছি যে আমরা এই বাটন নিয়ে কাজ শুরু করেছি এবং এর পরীক্ষামূলক ব্যবহারের খুব কাছাকাছি চলে এসেছি আমরা।’ এর ব্যবহারের ব্যাখ্যা জানাতে গিয়ে জুকারবার্গ জানান, কোনো পোস্টকে অপছন্দ করার হাতিয়ার হিসেবে ডিজলাইক বাটনকে দেখতে চান না তিনি। বরং শোক সংবাদ বা এই ধরনের বেদনাদায়ক অনুভূতির বহিঃপ্রকাশমূলক যেসব পোস্টে ‘লাইক’ ব্যবহার করা অনেকের কাছেই যুক্তিযুক্ত নয়, সেসব পোস্টের ক্ষেত্রে সহমর্মিতা প্রকাশের ক্ষেত্রে এই বাটনটির ব্যবহার করার পক্ষে মত দেন তিনি। জুকারবার্গের এই উদ্দেশ্য কতটা সফল হবে, তা নিয়ে অবশ্য সন্দিহান সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞ থেকে শুরু করে ফেসবুকের ব্যবহারকারীদের অনেকেও। তাদের একজন ফিলাডেলফিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটির বিশেষজ্ঞ অধ্যাপক আন্দ্রিয়া ফোর্ট বলেন, ‘কোনো পোস্টের সাথে দ্বিমত থাকলে বা মৃত্যুর মতো ঘটনামূলক পোস্টে সমবেদনা জানাতে এর ব্যবহার থাকবে। এর বাইরে অন্যের ব্যক্তিগত বিভিন্ন পোস্ট অপছন্দ করতেও এর ব্যবহার তৈরি হতেই পারে।’

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা