বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ ‘এ’ দল হারলো ৯৬ রানে

news-image

স্পোর্টস ডেস্ক : লিটন কুমার দাস ও নাসির হোসেনের ব্যাটে  ম্যাচে ফিরেছিল বাংলাদেশ ‘এ’ দল । কিন্তু  শেষ ১৯ রানে বাংলাদেশ ‘এ’ তারকারা হারিয়ে বসলেন পাঁচ উইকেট । এতে বড় হারই দেখতে হলো তাদের । ৯৬ রানের হার নিয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে সিরিজ শুর করলো মুমিনুলবাহিনী। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৬.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ২০৭/৫। আর ৮.৩ ওভার বাকি রেথে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস গুটিয়ে যায় ২২৬ রানে। প্রথম ওয়ানডেতে ৩২৩ রানের বিশাল লক্ষ্য সামনে নিয়ে শুরুতে বিপদে পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ভারত ‘এ’ দলের বিপক্ষে মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদের শুরু হয় তাদের। চতুর্থ উইকেটে কিছুটা লড়াই করার চেষ্টা করেন অধিনায়ক মুমিনুল হক ও সাব্বির রহমান। কিন্তু ৩৮ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১৯ রানে ফেরেন মুমিনুল। ১৬.৩ ওভার শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ৮৭/৫। তবে বাংলাদেশ ‘এ’ দলকে লড়াইয়ে ফেরান নাসির ও লিটন।  ষ্ষ্ঠ উইকেটে এ দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান গড়েন ১৩২ রানের জুটি। ছয় নম্বরে ব্যাট হাতে ৭৫ বলে ৭৫ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। এতে লিটন হাঁকান ৮টি বাউন্ডারি ও দুইটি ছক্কা। ৭ নম্বরে ব্যাট হাতে ২ বাউন্ডারি ও দুই ছক্কায় নাসির হোসেন করেন ৭১ বলে ৫২ রান। ব্যাট হাতে অর্ধশতকের পর বোলিংয়ে স্বাগতিকদের নায়ক গুরকিরাত সিং। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৩৮ ম্যাচে ১০ উইকেট শিকার গুরকিরাতের। আর বাংলাদেশ ‘এ‘ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এ অফস্পিনার ৭.৩ ওভারের স্পেলে ২৯ রানে নিলেন পাঁচ উইকেট। আর গুরকিরাত সাজঘরে ফেরান বাংলাদেশ ‘এ’ ইনিংসের শেষ পাঁচ ব্যাটসম্যানকে একটানা।  এর আগে ভারতের বাঁহাতি পেসার শ্রীনাথ অরবিন্দর বোলিং তোপে পড়ে রনি তালুকদার (১৩), সৌম্য সরকার (৯) ও এনামুল হক (০) ৩৪ রানের মধ্যে ফেরেন। অরবিন্দ শুরুর তিন উইকেট দখল করেন।
এর আগে প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ সামনে ৩২৩ রানের বড়া টার্গেট ছুড়ে দেয় ভারত ‘এ’ দল। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ এ দলের দলের অধিনায়ক মুমিনুল হক। ভারত আগে ব্যাটে গিয়ে করে ৭ উইকটে ৩২২ রান। মাত্র ৭৬ রানে ভারত ‘এ’ দলের ৪ উইকেট তুলে নিয়ে শুরুতে আশা দেখায় বাংলাদেশ। কিন্তু পঞ্চম উইকেটে স্বাগতিকরা ঘুরে দাঁড়ায়। উদ্বোধনী ব্যাটসম্যান আগারওয়াল ও সানজু স্যামসন পঞ্চম উইকেটে ৪৯ রানের জুটি গড়েন। আর ষষ্ঠ উইকেটে স্যামসন ও গুরকিরাত সিং ভারত ‘এ’ দলকে বড় রানের পুঁজি দেখান। এই জুটিতে তারা যোগ করেন ১০২ রান। আগারওয়াল ৫৬ ও গুরকিরাত ৬৫ রানে আউট হন। তবে স্যামসন ৭৬ বলে ৭৩ রনের দুর্দান্ত ইনিংস খেলেন। তবে ভারতের বড় রান সংগ্রহে বড় অবদান ঋষি ধাওয়ানের। তিনি শেষ দিকে ২ ছক্কা ও ৮ চারে ৩৪ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। স্যামসনের সঙ্গে সপ্তম উইকেটে ৮ ওভারে ৭৮ রান যোগ করেন তিনি।

এ জাতীয় আরও খবর