বিশ্ববাসীর জন্য ফেসবুক সাম্রাজ্যের দরজা খুলে দিলেন জুকারবার্গ
বিশ্ববাসীর জন্য ফেসবুক সাম্রাজ্যের দরজা খুলে দিলেন সিও মার্ক জুকারবার্গ। কীভাবে কাজ চলে তাঁর কোম্পানির, সর্বসমক্ষে এই প্রথম তা তুলে ধরতে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের হেডকোর্য়াটারের লাইভ ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওতে দেখা গেছে এই টেক জায়েন্টের কর্মকাণ্ড চলে বিশাল একটি ওয়ার্কস্পেসে, যেখানে নেই কোনও কিউবিক্যাল বা কেবিন। বড়বাবুদের জন্য কাচের ঘরের কোনাে ব্যবস্থা নেই সেই অফিসে।
এমনকি জুকারবার্গের ডেস্কটাও রয়েছে সবার মাঝে, অতি সাধারণভাবে। এই মুহূর্তে বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যক্তির কাজের জায়গাটা অতি সাধারণ। বইয়ে ঠাসা ডেস্কে কোথাও নেই কোনাে বাহুল্যের ছোঁয়া। ভিডিওতে ফেসবুকের সিও বলেছেন, 'খোলা জায়গায় সবাই মিলে একসঙ্গে মিলেমিশে কাজ করলে, তাতে পরস্পরের মধ্যে সংযোগ ও আলোচনা খুব সহজভাবে করা যায়। আমাদের পরিষেবার সাফল্যের অন্যতম চাবিকাঠিই হল এই টিমওয়ার্ক।' সম্প্রতি জুকারবার্গ ঘোষণা করেছেন, ২৭ সেপ্টেম্বর ফেসবুকের হেডকোয়ার্টারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টাউন হলে তাঁর ও মোদীর মধ্যে একটি বৈঠক হওয়ার কথা। বিশ্বজুড়ে ১.৪৪ বিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর মধ্যে ১২৫ মিলিয়নই ভারতের বলে ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।