অভিবাসী সংকট: সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা হাঙ্গেরির
অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে সার্বিয়ার সাথে সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছে হাঙ্গেরি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধ করতে নতুন একটি কঠোর আইন পাশ করার পর এই এমন ঘোষণা এলো দেশটির পক্ষ থেকে। গত কয়েক মাস ধরে এই সীমান্ত দিয়েই সবচেয়ে বেশি শরণার্থী দেশটিতে প্রবেশ করেছে। হাঙ্গেরির পুলিশ জানিয়েছে, সার্বিয়া সীমান্তের কাটাতার পার হওয়ার চেষ্টাকালে তারা ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার জরুরি অবস্থা জারি করায়, পরিস্থিতি সামাল দিতে শক্তি প্রয়োগের ক্ষমতা লাভ করলো পুলিশ। পার্লামেন্টের অনুমতি নিয়ে সেনাবাহিনীও মোতায়েন করতে পারবে হাঙ্গেরি সরকার।
কিছুদিন আগে জার্মানি সীমান্তে কড়াকড়ি আরোপের ঘোষণা দেয়। তার পর পরই ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ শরণার্থীদের স্রোত ঠেকাতে কঠোর হওয়ার কথা জানায়। এর মধ্যে সীমান্তে সেনা মোতায়েন করার কথা জানায় অস্ট্রিয়া। সূত্র: বিবিসি