বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কসবায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের ভিডিও ধারণের অভিযোগ

news-image

ডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের ভিডিও ধারণ করে স্বামীকে মুঠোফোনে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত রুবেল মিয়া (৩৬)কে  বৃহস্পতিবার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে ওই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গোপীনাথপুর ইউনিয়নের রামপুর গ্রামের সামসু মিয়ার ছেলে রুবেলকে গতকাল  সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। মামলার এজাহার, পুলিশ ও গৃহবধূর স্বামীর সূত্রে জানা গেছে, কসবা উপজেলার কুইয়াপানিয়া গ্রামের মৃত সামসু মিয়ার ছেলে মাসুদ মিয়া সৌদি আরবে চাকরি করেন। উপজেলার একই ইউনিয়নের জেঠুয়ামুড়া গ্রামে বিয়ে করেন। বিয়ের পর তাদের তিন মেয়ে ও এক পুত্র সন্তান জন্ম নেয়। সৌদি আরবে চাকরিকালীন সময়ে রামপুর গ্রামের রুবেল মিয়ার সঙ্গে তার স্ত্রীর ডেসটিনির ট্রি প্লান্টের পণ্য বিক্রয় সূত্র ধরে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে অবৈধ দৈহিক সম্পর্ক গড়ে উঠে। রুবেল মিয়া এটি মুঠোফোনে ভিডিও ধারণ করে রাখেন। মাসুদ মিয়ার স্ত্রী ডেসটিনির টাকা ফেরত না পাওয়ায় রুবেল মিয়ার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়। এ খবর পেয়ে রুবেল মিয়া ৬ মাস আগে সৌদি আরবে মুঠোফোনে মাসুদ মিয়াকে জানিয়েছেন তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের ভিডিও ধারণ করা আছে। তার স্ত্রী মামলা করলে ভিডিওটি সারা দেশে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয়া হবে। মামলা না করার শর্তে ভিডিওটি তার কাছে ফেরত দেয়ার আশ্বাস দিলেও রুবেল ভিডিওটি মাসুদ মিয়ার বাড়ির লোকজনের কাছে পৌঁছে দেন এবং বিভিন্ন জায়গায় প্রচার করেছে। এ খবর পেয়ে মাসুদ মিয়া গত পাঁচ মাস আগে ছুটিতে দেশে আসেন। মাসুদ মিয়ার স্ত্রী তার বাবার বাড়িতে রয়েছে। মাসুদ মিয়া বাদী হয়ে গত ১২ই সেপ্টেম্বর রুবেল মিয়াকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে একটি মামলা করেন। আদালত রুবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত বৃহস্পতিবার রাতে কসবা থানা পুলিশ রুবেল মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। কসবা থানা উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান বলেন, রুবেল প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরী করে ভিডিও ধারণ করেছে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে।

 

mzamin.com