শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জেনিফার লোপেজের বিলাসী পেন্ট হাউজের অন্দরমহল , জেনিফারের স্বচ্ছ্ পোশাকে বিপাকে মরক্কোর মন্ত্রী

news-image

ম্যানহাটান ছেড়ে এক চুলও নড়তে চান না জেনিফার লোপেজ। ৪৫ বছর বয়সী এই পপ তারকা সেখানে কিনেছেন নতুন এক আলিশান বাড়ি। গত বছর এ বাড়িটি কিনলেও মানুষের আগ্রহ ছিল এর ভেতরটা দেখার।.jennifer-lopez-4-800

ফ্ল্যাটিরন ডিস্ট্রিকটে জেনিফারের ৬২৫০ বর্গ ফুটের বিলাসী পেন্ট হাউজটার দাম ২২ মিলিয়ন ডলার। এই সেক্স বম্ব চেলসি ক্লিনটন এবং নাসকার চ্যাম্পিয়ন জেফ গর্ডনের প্রতিবেশী হয়েছেন পেন্টহাউজের মালিকানার সুবাদে।  .jennifer-lopez-1-800

তবে নতুন বাড়ি কেনার পেছনে কারণ অবশ্য ছিল। তখন আমেরিকান আইডল শেষ করে এনবিসি চ্যানেলের ১৩টি পর্বের একটি সিরিজে চুক্তিবদ্ধ হয়েছিলেন লোপেজ। সেখানে গোয়েন্দা ও একাকী মায়ের চরিত্রে অভিনয় করেন। 'শেডস অব ব্লু' নামের সিরিজের এক্সিকিউটিভ প্রোডিউসারও ছিলেন তিনি।

৪টি বেডরুম, ৬টি রাথরুম থাকার পরও লোপেজের জন্যে একটুও জায়গার অভাব নেই বাড়িতে। সেখানে আছেন লোপেজ এবং তার ৬ বছর বয়সী দুই যমজ ম্যাক্স এবং অ্যামি। jennifer-lopez-800এ বাড়ির বাইরে ৩০০০ বর্গ ফুটের খালি জায়গাও রয়েছে। বাথরুমে ইতালিয়ান মার্বেল স্ল্যাব দেওয়া রয়েছে। ওক কাঠের ফ্লোর থেকে সিলিং পর্যন্ত রয়েছে বিশাল জানালা। আর এটা একটা স্মার্ট হোম। কারণ নিজের আইফোন থেকেই বাড়ির বহু কাজ নিয়ন্ত্রণ করতে পারেন।jennifer-lopez-2-800

ম্যাডিসন স্কয়ার পার্ক দেখা যায় বাড়ি থেকে। বাড়িটি ঘিরে রয়েছে সাদা রংয়ের দেয়াল যা লোপেজের প্রিয় রং।  

 

 জেনিফারের স্বচ্ছ্ পোশাকে বিপাকে মরক্কোর মন্ত্রী 

জেনিফার লোপেজে নারাজ মরক্কো। নাহ, ‘জে-লো’র গান নিয়ে মরক্কোর অধিবাসীদের তেমন কিছু বলার নেই, কিন্তু যে পোশাক পরে তিনি পারফর্ম করেছেন, তা নাকি সে দেশের ব্রডকাস্টিং আইনকেই বুড়োআঙুল দেখিয়েছে৷ সম্প্রতি ‘জে-লো’র এক অনুষ্ঠানকে ঘিরে ছড়িয়েছে এই বিতর্ক।image_231145.jenifer-lopez-650x360

মরক্কোর স্টেজে ‘জে-লো’ পরেছিলেন ফিসনেটের পোশাক। স্বচ্ছ পোশাকে শরীরের নিম্নাঙ্গ প্রায় অনাবৃতই ছিল। এহেন পোশাকেই তিনি তাঁর স্বাভাবিক পারফর্মেন্স করেন৷ জেনিফারের অনুষ্ঠান মানেই সেখানে থাকবে শরীরের উচ্ছ্বাস। এখানেও তাই ছিল৷ স্বচ্ছ পোশাকে জেনিফারের শরীরি আবেদন যে পর্যায়ে পৌঁছেছিল তাতেই আপত্তি জানিয়েছেন অনেকে৷ মরক্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যালের দর্শক ছিলেন রক্ষণশীল শ্রোতা-দর্শকও। এই অনুষ্ঠান সম্প্রচারের পর তাঁরা দেশের সম্প্রচার মন্ত্রীর পদত্যাগও দাবি করেন। বিপদ বুঝে মন্ত্রী খালিফিও দর্শকের সঙ্গে সহমত। তাঁর মতে, এই ধরনের অনুষ্ঠান গ্রহণযোগ্য নয় এবং দেশের সম্প্রচার আইনও এতে বিপর্যস্ত৷ সোশ্যাল মিডিয়ায় তিনি ‘জে-লো’র বিপক্ষেই কথা বলেন।  কিন্তু তাহলে কেন এই পারফর্মেন্স সম্প্রচারিত হল, তার সদুত্তর অবশ্য তিনি দেননি।

‘জে-লো’র দোষ প্রমাণিত হলে তাঁর দু’বছরের জেল পর্যন্ত হতে পারে৷ যদিও তাঁর সম্ভাবনা খুবই ক্ষীণ,

 মালদ্বীপে একান্তে অভিনেত্রী শিল্পা শেঠি 

স্বামী রাজ কুন্দ্রার জন্মদিন উপলক্ষে মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী শিল্পা শেঠি। shety

দুর্ধর্ষ প্যারাসেলিং হোক বা ক্যান্ডেল লাইট ডিনার— ভরপুর এনজয় করলেন নায়িকা। সে ছবিই তিনি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। দেখে নিন একঝলকে।

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক