বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে এ পর্যন্ত ২৭ জন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

news-image

চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে পর্যন্ত ২৭জন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মদিনায় অবস্থানরত বাংলাদেশ হজ মিশনের কর্মরত আইটি অফিসার মঈন উদ্দিন মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। এদের মধ্যে ২১ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।haz-flight

মৃতরা হলেন- ঢাকার সামছুন্নাহার (৫৮), মো. ইব্রাহিম খলিল (৫৫), বাহরুল হোসাইন (৬৯), বদিউজ্জামান (৬২) ও মীর লিয়াকত আলী (৬১), নওগাঁ জেলার তাহের আলি মোল্লা (৭২) ও মোহাম্মদ আফজাল হোসেন (৭৯), লালমনিরহাট জেলার মো. আবু জায়িদ (৫৬), রাজশাহী জেলার মো. রুস্তম আলি (৫৯), কুড়িগ্রাম জেলার রোকেয়া খাতুন (৫৬), চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. আইয়েস উদ্দিন (৫৮) ও মো. আব্দুল হাকিম (৭৭), কুষ্টিয়া জেলার মো. আহাদ আলি (৬৮), জামালপুর জেলার মো. জহরুল হক (৬১), ময়মনসিংহ জেলার মো. আব্দুল জলিল (৮৭), কুমিল্লা জেলার মো. সোহেল আহমেদ (৩৬) ও সফিকুল ইসলাম (৬৫), মাদারীপুর জেলার মো. হামেদ হাওলাদার (৬৬), কিশোরগঞ্জ জেলার মো. আব্দুল আসেন (৬৯), বগুড়া জেলার মনিকা মুস্তারি আরজু (৪৩), নরসিংদী জেলার আব্দুর রহমান মিয়া (৬৫), চট্টগ্রাম জেলার লায়লা বেগম (৭২), গাইবান্ধা জেলার মোসাম্মৎ মারুফা শায়লা (৩৭), যশোর জেলার মোহাম্মদ আতিয়ার রহমান (৭৭), কুমিল্লা জেলার মোহাম্মদ গাজী রহমান (৭৭), শেরপুর জেলার মোহাম্মদ কাজিম উদ্দিন (৫৯) এবং দিনাজপুর জেলার মোহাম্মদ আমবার আলী (৫২)।

এ জাতীয় আরও খবর