শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশুতোষ সাংস্কৃতিক চর্চায় শিশু নাট্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে

news-image

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ আবু সাঈদ বলেছেন, শিশুতোষ সাংস্কৃতিক চর্চায় শিশু নাট্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুষ্ঠু সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের গড়ে তুললে আগামী দিনে বিপথে যাওয়ার সম্ভাবনা কম থাকে। কোন শিল্পানুরাগী ব্যক্তি কখনো মাদক সন্ত্রাস ও দূর্নীতির সাথে জড়িত থাকতে পারে না। শিশুদের মানসিক বিকাশে শিশু নাট্যমের দায়িত্ব প্রশংসনীয়। তিনি আরো বলেন, সামাজিক অবক্ষয়ের হাত থেকে সমাজ ও দেশকে রক্ষা করতে হলে শিশুদের বেশি বেশি করে শিশুদের শিল্প সংস্কৃতি সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত করার জন্য অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। গতকাল ৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত আর এ কে সিরামিকস ২৪তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মোঃ মাশুকুল ইসলাম মাশুকের সভাপতিত্বে ও সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু এবং সেজতির পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন শিশু নাট্যমের প্রাক্তন ছাত্র দীপ্ত মোদক। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, দেবিদ্বার সুজাত আলী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক তাসমিয়া সুলতানা, দৈনিক ইত্তেফাত ও বিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু, এটিএন বাংলা ও এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মোঃ শাহাদাৎ হোসেন। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত ২৪তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী প্রায় ১২ শতাধিক শিশুদের আঁকা ছবি ও সাংস্কৃতিক উৎসবে অর্ধশতাধিক শিশু অংশগ্রহণ করছে। উদ্বোধনী অধিবেশন শেষে ব্রাহ্মণবাড়িয়া সংগীত বিভাগের ছাত্র ছাত্রীরা দলীয় ও একক সঙ্গীত পরিবেশন করেন। সঙ্গীত অনুষ্ঠান পরিচালনা করেন প্রদীপ পাল, শংকর সাহা, কামাল হোসেন, প্রণয়। আজ ১০ সেপ্টেম্বর দ্বিতীয় দিনে শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা বিকেল সাড়ে ৫টায় শিশুদের মানসিক বিকাশ ও বিনোদন শীর্ষক আলোচনা। প্রধান অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। সন্ধ্যা ৬টায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 
 

 

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক