শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক নতুন মাত্রায়

news-image

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছেছে। বাংলাদেশী কর্মীদের জন্য ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে মালয়েশিয়া। বিজনেস টু বিজনেস (বিটুবি) বা বেসরকারিভাবে বাংলাদেশ থেকে ৩ বছরে ১৫ লাখ কর্মী নেবে দেশটি। সমপ্রতি মালয়েশিয়ার প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের সময় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, সরকারি ডাটাবেজে ১৪ লাখ কর্মীর তালিকা রয়েছে। এ ছাড়া দেশের ৭১টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্র থেকে ১৫ দিনে ৩০ হাজার কর্মী প্রশিক্ষণ দিয়ে মালয়েশিয়ায় পাঠানো সম্ভব।
মালয়েশিয়ায় প্রতিনিধি দলের এ সফরের পর বাংলাদেশে বিপুল উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সব এজেন্সি যেন সমান সুযোগ পায় তা নিশ্চিত করতে সরকার ও বায়রা একযোগে কাজ করে যাচ্ছে। মালয়েশিয়া ঐতিহাসিকভাবে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে দেশটি নানাভাবে সাহায্য-সহযোগিতা করে এসেছে। বাংলাদেশের কর্মীরাও মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখেছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ সরকার এবং জনগণের বন্ধুত্ব আরও প্রগাঢ় হয়েছে। মহাজোট সরকারের বিগত এবং বর্তমান মেয়াদে এ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখে সরকার। এরই ধারাবাহিকতায় সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল গত জুনের শেষ সপ্তাহে মালয়েশিয়া সফর করে। তখন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড. জাহিদ হামিদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশ প্রতিনিধি দল। বৈঠকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জিটুজি পদ্ধতি ছাড়াও বাণিজ্যকভাবে (বিটুবি) তিন বছরে ১৫ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয়, এ বছরই ৫ লাখ শ্রমিক যাবে মালয়েশিয়ায়। এর আগে মালয়েশিয়ার কারিগরি একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। এরই অংশ হিসেবে মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালক (ডিজি) মুস্তফা বিন ইব্রাহিমের নেতৃত্ব্বে ৪ সদস্যের প্রতিনিধি দল গত ২৩শে আগস্ট দুপুরে ঢাকা সফরে আসেন। ২৬শে আগস্ট তারা মালয়েশিয়া ফিরে গেছেন। এ সময়ে মালয়েশিয়া প্রতিনিধি দলের সঙ্গে গত ২৪শে আগস্ট সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসিসহ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ২৩শে আগস্ট সন্ধ্যায় বেসরকারি রিক্রুটিং এজেন্সির মালিকদের সংগঠন বায়রা নেতাদের সঙ্গেও মালয়েশিয়ার কারিগরি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা