বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুরুতর অসুস্থ লাকী আখন্দ

news-image

বেশ কিছুদিন ধরেই রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছেন সঙ্গীতজ্ঞ লাকী আখন্দ। হঠাত্ অসুস্থ হওয়ায় তাকে গত ১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করানো হয়। ক্রমশ তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে চিকিত্সক তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে সিসিইউ-তে রাখা হয়েছে লাকী আখন্দকে। আপাতত তাকে কেউ দেখতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তার মেয়ে মাম্মিন্তি বলেন, ‘বাবার নিয়মিত কাশির সমস্যা। কিন্তু হঠাত্ করেই কাশিটা বেড়ে যাওয়াতে অবস্থা গুরুতর হয়ে যায়। হাসপাতালে ভর্তি করি। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ার কারণে চিকিত্সক বাবাকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেন। আমরা পরিবারের সবাই আজকে (গতকাল) সিদ্ধান্ত নেবো। বাবার অবস্থা ভালো নেই। সবাই তার জন্য দোয়া করবেন।’ দেশের অনেক কালজয়ী সুর উপহার দিয়েছেন লাকী আখন্দ।  ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মামনিয়া’, ‘কে বাঁশি বাজায় রে’, ‘আগে যদি জানতাম’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘লিখতে পারি না কোনো গান’ জনপ্রিয় এই গানগুলোর সুর স্রষ্টা এই মানুষটি।