শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

অন্তর কঠিন হয়ে যায় যে সব কাজ করলে!

news-image

মুসলিম উম্মাহ আজ যেসব মহা পরীক্ষা ও মহা মুসিবতে পতিত এবং কঠিন ও ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছে, তন্মধ্যে একটি রোগ হলো অন্তর (কলব) কঠিন হয়ে যাওয়া। নিম্নলিখিত কারণে কলব বা অন্তর কঠিন হয়ে যায়
মুসলিম উম্মাহ আজ যেসব মহা পরীক্ষা ও মহা মুসিবতে পতিত এবং কঠিন ও ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছে, তন্মধ্যে একটি রোগ হলো অন্তর (কলব) কঠিন হয়ে যাওয়া। নিম্নলিখিত কারণে কলব বা অন্তর কঠিন হয়ে যায়-
১. নামাজের জামাতে হাজির হওয়ার ব্যাপারে অবহেলা ও গাফেলতি করা এবং মসজিদে সকাল সকাল না যাওয়া বরং দেরি করা।
২. কোরআনকে পরিত্যাগ করা অর্থাৎ বিনয়-নম্রতা আর মনোযোগ এবং চিন্তা-গবেষণা সহকারে কোরআন তেলাওয়াত না করা।
৩. হারাম রুজি যেমন- সুদ, ঘুষ, মাল্টিপারপাস, ইন্স্যুরেন্স এবং বেচাকেনাসহ বিভিন্ন লেনদেনে প্রতারণা ও জালিয়াতিসহ অন্যান্য হারাম পদ্ধতিতে রুজি-রোজগার করার কারণে।
৪. অহঙ্কার, বড়াই, প্রতিশোধপরায়ণতা, মানুষের দোষ-ত্রুটি বা অপরাধকে মাফ না করা, মানুষকে অবহেলা করে নিকৃষ্ট মনে করা, মানুষকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা।
৫. দুনিয়ার প্রতি আসক্ত হয়ে ঝুঁকে পড়া, দুনিয়া দ্বারা প্রতারিত হওয়া এবং মৃত্যুকে, কবরকে এমনকি আখেরাতকে ভুলে যাওয়া।
৬. যে কোনো বেগানা নারীর দিকে তাকানো হারাম; যা অন্তরকে কঠোর করে দেয়।
৭. দাড়ি গজায়নি এমন সুন্দর ছেলের দিকে অযথা তাকানো হারাম; তাই সেটাও অন্তর কঠোর করে দেয়ার অন্যতম কারণ।
৮. আমি নিজে প্রতিদিন কী কী খারাপ কাজ করলাম? নিজের সমালোচনা নিজে না করা, বরং মানুষের সমালোচনা করা।
৯. অনেক দিন দুনিয়ায় থাকব, অনেক কিছুর মালিক হব- এমন ভুল ধারণা মনের ভেতর থাকা।
১০. আল্লাহর জিকির বেশি বেশি না করে বরং বেশি বেশি কথা বলা, বেশি বেশি হাসিতামাশা এবং মশকারি বা মজা করা।
১১. বেশি খাওয়া-দাওয়া করা।
১২. বেশি ঘুমানো।
১৩. মানুষের ওপর জুলুম করা।
১৪. শরিয়তের কোনো আদেশ-নিষেধ লক্সঘন হওয়ার কারণ ব্যতীত অন্য কোনো কারণে রাগ করা।
১৫. ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য ব্যতীত কাফেরের দেশ ভ্রমণে বের হওয়া।
১৬. মিথ্যা, গিবত (পরচর্চা) এবং একজনের কথা অন্যের কাছে গিয়ে বলার মাধ্যমে উভয়ের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করা।
১৭. খারাপ মানুষের সঙ্গে ওঠাবসা ও চলাফেরা করা।
১৮. অন্য মুসলিমকে মনে মনে অথবা প্রকাশ্যে হিংসা করা।
১৯. একজন মুসলিমের উন্নতি সহ্য করতে না পারা, বরং তার ধ্বংস কামনা করা।
২০. অন্য মুসলিম ভাইয়ের সঙ্গে শত্রুতা করা, ঘৃণা করা এবং তাকে অপছন্দ করা।
২১. আপনার নিজের বা মুসলিম ভাইয়ের কোনো লাভ বা ফায়দা ব্যতীত নিজের ও অপরের সময় নষ্ট করা।
২২. ইসলামী জ্ঞান শিক্ষা না করা এবং ইসলামী শিক্ষা থেকে নিজকে দূরে সরিয়ে রাখা।
২৩. জাদুকর, গণক, জোতিষী, তন্ত্রমন্ত্রকারীর কাছে যাওয়া।
২৪. মাদক, নেশাজাতীয় দ্রব্য, বিড়ি-সিগারেট, হুঁকা, লতাওয়ালা হুঁকাসহ যাবতীয় তামাক ও তামাকজাত এবং ক্ষতিকর দ্রব্য পান করা।
২৫. সকাল-সন্ধ্যার জিকরগুলো পাঠ না করা।
২৬. গান শোনা, হিন্দিসহ যাবতীয় অশালীন, চরিত্রহীন হারাম ফিল্ম দেখা, খারাপ চটি পত্রিকা বা ম্যাগাজিন পাঠ করা।
২৭. আল্লাহর কাছে সর্বদা গুরুত্ব সহকারে দোয়া না করা।

এ জাতীয় আরও খবর

হিট স্ট্রোকের সহজ ঘরোয়া প্রতিকার

মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তামান্না

গাজায় তিন জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলের

মার্কিন প্রতিনিধির বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা : মঈন খান

চট্টগ্রামে লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ পথচারী নিখোঁজ

ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস

ডায়াবেটিস থেকে ত্বকের সমস্যা

বিএনপির সময় ঋণখেলাপি সবচেয়ে বেশি ছিল: আইনমন্ত্রী

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নেওয়া ৩২ রোহিঙ্গা আটক

৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট