বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার বার্সার হার চেলসির কাছে

news-image

কোপা আমেরিকার ধকল সামলাতে এখনও ছুটিতে আছেন মেসি ও নেইমার। দুই মহাতারকার অনুপস্থিতিতে প্রাক-মৌসুমে দলের একের পর এক হার ভাবিয়ে তুলেছে বার্সেলোনা সমর্থকদের। মেসি ও নেইমারকে ছাড়া প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ইংলিশ ক্লাবগুলোর সঙ্গে পেরে উঠছে না বার্সেলোনা। যুক্তরাষ্ট্র সফরে পরপর দুই ম্যাচে হেরে বসল গত মৌসুমের ট্রেবলজয়ীরা। আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-১ গোলে পরাভূত হওয়ার পর এবার ইংলিশ চ্যাম্পিয়ন চেলসির কাছেও হারল স্প্যানিশ জায়ান্টরা। মঙ্গলবার ওয়াশিংটনের ফেডেক্স ফিল্ড স্টেডিয়ামে বার্সার বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে চেলসি। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। প্রথমার্ধে চেলসির দাপটে রীতিমতো কোণঠাসা ছিল বার্সা। ব্যক্তিগত নৈপুণ্যের অসাধারণ এক উদাহরণ রেখে ১০ মিনিটে ব্লুজদের এগিয়ে দেন ইডেন হ্যাজার্ড। তিন ডিফেন্ডারকে কাটিয়ে চোখধাঁধানো গোলটি করেন এই বেলজিয়ান তারকা। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল চেলসি। ৩২ মিনিটে সহজতম সুযোগটি নষ্ট করেন ডিয়েগো কস্তা। এছাড়া অস্কারের ফ্রিকিক পোস্টে প্রতিহত হয়। বিরতির পর ঘুম ভাঙে বার্সেলোনার। ৫২ মিনিটে লুইস সুয়ারেজের গোলে সমতায় ফেরে ইউরো চ্যাম্পিয়নরা। সুয়ারেজ ম্যাজিকের পর ৬৬ মিনিটে বার্সাকে এগিয়ে দেন সান্দ্রো রামিরেজ। ৮৬ মিনিটে চেলসিকে সমতায় ফেরান গ্যারি কাহিল। টাইব্রেকারে বার্সেলোনার পক্ষে ইনিয়েস্তা ও সান্দ্রো গোল করলেও ব্যর্থ হন হালিলওভিচ ও জেরার্ড পিকে। অন্যদিকে চেলসির পক্ষে প্রথম চার শটেই গোল করেন রাদামেল ফ্যালকাও, ভিক্টর মোসেস, রামিরেস ও লোইক রেমি। বার্সা বধের মধুর স্মৃতি নিয়ে কালই ইংল্যান্ডে ফিরে এসেছে চেলসি। রোববার কমিউনিটি শিল্ডের মর্যাদার লড়াইয়ে আর্সেনালের মুখোমুখি হবেন ব্ল–জরা। নতুন মৌসুম শুরুর আগে বার্সার বিপক্ষে জয় নিয়ে মাতামাতি করতে নারাজ চেলসি বস হোসে মরিনহো, ‘টাইব্রেকার মানে এখানে জয়-পরাজয়ের কোনো ব্যাপার নেই। দু’দলের জন্যই এটা ছিল এক ধরনের প্রস্তুতি। ফল এখানে গুরুত্বপূর্ণ কিছু নয়।’ বার্সেলোনা কোচ লুইস এনরিকের কণ্ঠেও অভিন্ন সুর, ‘হার নয়, এটা আসলে ড্র। সবমিলিয়ে এটা ছিল অনুশীলন। খেলোয়াড়দের দেখে নেয়ার সুযোগ মাত্র।’ চ্যাম্পিয়ন্স কাপের আরেক ম্যাচে ক্লাব আমেরিকার বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতেছে বেনফিকা। এএফপি।

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার