যেসব কারণে রোজা না রাখলেও ক্ষতি নেই
পবিত্র রমজান মাসে রোজা রাখা প্রতিটি মুসলমানের জন্য ফরজ করা হয়েছে। তবে এর বাইরেও বিশেষ কিছু কারণ ও সময় রয়েছে যখন রোজা না রাখলেও ক্ষতি নেই। সেক্ষেত্রে রমজান মাসের শেষে নিষিদ্ধ দিনগুলো ব্যাতিত না রাখা রোজাগুলো অবশ্যই কাযা আদায় করতে হবে।
যখন রোজা না রাখলেও ক্ষতি নেই-
১. কোনো অসুখের কারণে রোজা রাখার শক্তি হারিয়ে ফেললে অথবা অসুখ বৃদ্ধির ভয় হলে। তবে পরে তা কাযা করতে হবে।
২. গর্ভবতী স্ত্রী লোকের সন্তান বা নিজের প্রাণনাশের আশঙ্কা হলে রোজা ভঙ্গ করা বৈধ। তবে কাযা করে দিতে হবে।
৩. যেসব স্ত্রী লোক নিজের বা অপরের সন্তানকে দুধ পান করান রোজা রাখার ফলে যদি দুধ না আসে তবে রোজা না রাখার অনুমতি আছে। কিন্তু পরে তা কাযা আদায় করতে হবে।
৪. শরিয়তসম্মত মুসাফির অবস্থায় রোজা না রাখার অনুমতি আছে। তবে রাখাই উত্তম।
৫. কেউ হত্যার হুমকি দিলে রোজা ভঙ্গের অনুমতি আছে। পরে এর কাযা করতে হবে।
৬. কোনো রোগীর ক্ষুধা বা পিপাসা এমন পর্যায়ে চলে গেল এবং কোনো দ্বীনদার মুসলিম চিকিৎসকের মতে রোজা ভঙ্গ না করলে তখন মৃত্যুর আশঙ্কা আছে তবে রোজা ভঙ্গ করা ওয়াজিব। পরে তা কাযা করতে হবে।
৭. হায়েজ-নেফাসগ্রস্ত (বিশেষ সময়ে) নারীদের জন্য রোজা রাখা জায়েজ নয়। পরবর্তীতে কাযা করতে হবে।