বিজয়নগরের আমতলী বাজার থেকে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ খাদ্য দ্রব্য জব্দ
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া॥
গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভেজাল খাদ্য দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে আমতলী বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এসময় বাজারে গোপাল স্টোর, নৃপেন্দ্র রায় স্টোর, ভজন জেনারেল স্টোরে অভিযান চালিয়ে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ খাদ্য দ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে মরিচের গুড়ো, বেসন, বিডি ফুডের চানাচুর, লাচ্ছা সেমাই। এছাড়া আমতলী বাজারে আসা তরল দুধও পরীক্ষা করা হয়। সেনিটারী ইন্সপেক্টর মোঃ কামরুল ইসলাম জানান, ভেজাল খাদ্য দ্রব্যের বিরুদ্ধে উপজেলার প্রত্যেকটি বাজারে নিয়মিত অভিযান চালানো হবে।