শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতীয় মিডিয়ায় টাইগারদের অবিশ্বাস্য প্রশংসা, দেশটির শীর্ষ পত্রিকাগুলো যে যা লিখল

news-image

স্পোর্টস ডেস্ক : এবার অভিভূত ক্রিকেট বিশ্ব। ভারতের সবকটি মিডিয়ায় এখন টাইগাদের গুণগান। তা অভিভূত হওয়ার মত। সাকিব-মুশফিকদের বন্দনা অন্যদিকে দেশের ক্রিকেটারদের সমালোচনা করেই প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় মিডিয়া।

ভারতের শীর্ষ মিডিয়ায় টাইগাদের অবিশ্বাস্য প্রশংসা করা হয়। আর সেসব প্রতিবেদন তুলে ধরার জন্যই এবারের আয়োজন।
 
ক্রিকেটে বাংলাদেশে শুধু ভারত জয় করেনি। বাংলাদেশ যেন আজ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে। বিশ্বকাপের সময় বাংলাদেশের বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত নেয়া না হলে বাংলাদেশ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলত বলে যে ধারনা করা হয়েছিল সেটা যেন আরেক বার পরিস্কার হলো।

বাংলাদেশ ভারতের ম্যাচ মেষে ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা আনন্দবাজারের প্রতিবেদন : বাংলাদেশের কাছে লজ্জাজনক সিরিজ হার, অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত ধোনির। মেজাজটাই হারিয়ে ফেললেন৷ প্রবল চাপের মুখেও কোনওদিন সাংবাদিক সম্মেলনে ভেঙে পড়েননি৷ ধোনির মেজাজটাই ছিল অন্যরকম৷  সেই ধোনির চোখে জল বাংলাদেশের কাছে সিরিজ হারের পর!শের ই বাংলা স্টেডিয়ামে সিরিজ হারের পর সাংবাদিক সম্মেলনে ধোনির মন্তব্য, অধিনায়কত্ব চলে গেলে সাধারন ক্রিকেটার হিসেবে খেলতে তিনি তৈরি৷

১ ম্যাচ বাকি থাকতেই রবিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে পরাজিত হয় টিম ইন্ডিয়া৷ দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ৷ এদিন টসে জিতে ব্যাটিং নেয় ভারত৷ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওভার কমিয়ে ৪৭ ওভারে করা হয়৷ মাত্র ৪৫ ওভারে ২০০ রানে অলআউট টিম ইন্ডিয়া৷

প্রথম ম্যাচের মত এদিনও দুরন্ত মুস্তাফিজুর৷ ৪৩ রানে ৬ উইকেট নেন বাংলাদেশের এই পেসার৷ ভারতের হয়ে শিখর ধবন ৫৩ ও ধোনি করেন ৪৭৷ ডাকওয়ার্থ-লুইস নিয়ম মেনে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ২০০ রান৷ মাত্র ৩৮ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়৷ দুরন্ত অর্ধশতরান সাকিব আল হাসানের৷ এই হারের ফলে কার্যত বাংলাদেশ থেকে খালি হাতেই ফিরতে হয়েছে ধোনিদের৷

ধোনি যেন ললাটলিখন বুঝেই এসেছিলেন সিরিজ হারের পর সাংবাদিক সম্মেলনে৷ যেন আঁচ করতে পেরেছিলেন, চলে যেতে পারে একদিনের ক্রিকেট অধিনায়কত্বও৷ বাংলাদেশের কাছে প্রথমবার সিরিজ হার৷ হারের দায়িত্ব নিতে বিন্দুমাত্র পিছপা নন ভারতীয় ক্রিকেটের এমএসডি৷ এখানেই শেষ নয়, ধোনির পরের মন্তব্যে নতুন বিতর্কে সৃষ্টি হল টিম ইন্ডিয়ার অন্দরে৷ কোচ নিয়ে তুলে নতুন বিতর্কের৷

ভারতীয় ক্রিকেটে টি-টোয়েন্টি ক্রিকেট যখন নার্সারি ছাত্রের কাছে বীজগণিতের মত, তখন টি-২০তেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ধোনির ভারত৷  প্রথমবার ক্যাপ্টেন্সিতেই বাজিমাত৷  তারপর টেস্টে ১ নম্বর দল হওয়া থেকে ২০১১ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া৷  ধোনির সেই সোনালি সফর থমকে গিয়েছে গত বছরের অস্ট্রেলিয়া সফর থেকেই৷

কাকতালীয়ভাবে ধোনি ঘনিষ্ঠ শ্রীনিরও চেয়ার তখনই নড়বড়ে হচ্ছিল৷ বিশ্বকাপে সেমিফাইনালিস্ট, অস্ট্রেলিয়ার মাটিতে ভরাডুবি৷ আর রবিবাসরীয় রাতে বাংলাদেশের কাছে সিরিজ হার৷ তবে কি ধোনি ম্যাজিক অন্তিমলগ্নে?  প্রমাদ গুনছে ধোনি জমানা?  প্রশ্ন ক্রিকেটদুনিয়ায়৷

কলকাতা ডটকমের প্রতিবেদন : শের-ই বাংলায় এগারোটা শের! সবচেয়ে ছোটটার বয়স আবার ১৯! একেই বলে বাঘের বাচ্ছা! টানা দু’ম্যাচে হেলায় হারিয়ে দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে এই প্রথম ঐতিহাসিক সিরিজ জয় টাইগারগারদের৷

মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ের সামনে কোহলিদের অসহায় আত্মসমর্পণের পর দ্বিতীয় ওয়ানডে’র ফল নিয়ে তেমন একটা অনিশ্চয়তা ছিল না। শেষ পর্যন্ত সাকিবদের ব্যাটিং দক্ষতায় ব্যাটসম্যানদের ভারতকে ৬ উইকেটে উড়িয়ে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জিতে নিল বাংলাদেশ। পাশাপাশি টানা পাঁচটি জয়ে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত হয়েছে তাদের।

ভারতের ইনিংসের ৪৪ ওভারে বৃষ্টি নামলে প্রায় দু’ঘণ্টা খেলা বন্ধ থাকে। আবার খেলা শুরু হলে ম্যাচের বয়স আসে ৪৭ ওভারে।
রবিবাসরীয় মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ২০০ রানে অলআউট হয়ে যায় ভারত। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২০০ রান।

জবাবে ৩৮ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দেশের মাটিতে ওয়ানডেতে এটি মাশরাফি মুর্তাজাদের টানা দশম জয়।

লো স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে বাংলাদেশকে ভিত গড়ে দেন দুই তরুণ লিটন দাস এবং সৌম্য সরকার। এই দু’জনের জুটিতে ভর করে স্বস্তিদায়ক জায়গায় পৌঁছে যায় বাংলাদেশ৷ এরপর মুশফিকুর রহিমের সঙ্গে ৫৪ রানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন সাকিব। রান আউট হয়ে মুশফিক ফিরে গেলেও অবিচল ছিলেন টানা দ্বিতীয় অর্ধশতক পাওয়া সাকিব।

মুশফিক রান আউট হয়ে ফিরে গেলে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে সাব্বির রহমানের সঙ্গে ৪৮ রানের জুটি গড়ে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় নিশ্চিত করেন সাকিব। সর্বোচ্চ ৫১ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যানের ৬২ বলের ইনিংসটি ৫টি চার দিয়ে সাজানো ছিল।

তার আগে বল হাতে ভারতকে গুড়িয়ে দেন টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখানো মুস্তাফিজ। প্রথম ওভারেই তিনি রোহিত শর্মাকে ফিরিয়ে দিলেও শিখর ধাওয়ান ও বিরাট কোহলির ৭৪ রানের জুটিতে ভর করে ২ উইকেটে ১০৯ রানে পৌঁছে যায় ভারত।
নাসির হোসেন কোহলি ও ধাওয়ানকে ফেরানোর পর রুবেল হোসেন শূন্য রানে ফেরান আম্বাতি রায়াডুকে। নাসির, রুবেলের দারুণ বোলিংয়ে ১১০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সেখান থেকে মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়নার ৫৩ রানের জুটিতে প্রতিরোধ গড়ে টিম ইন্ডিয়া।

প্রথম স্পেলে ৫ ওভারে ৩২ রানে এক উইকেট নেওয়া মুস্তাফিজ দ্বিতীয় স্পেলে ফেরেন ভয়ঙ্কার রূপে। দ্বিতীয় স্পেলে ১১ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ভারতকে গুড়িয়ে দেন এই বাঁহাতি পেসার। আগের ম্যাচের থেকেও এই ম্যাচে আরও ত্রাস হয়ে দেখা দেন ১৯ বছরের মুস্তাফিজুর রহমান৷

প্রথম ওয়ানডেতে দলের ৭৯ রানের জয়ে ৫০ রানে ৫ উইকেট নেন মুস্তাফিজ। এবার ৬ উইকেট নিতে খরচ করেন ৪৩ রান। এছাড়া নাসির ও রুবেল দুটি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন মুস্তাফিজুর৷

জি নিউজের প্রতিবেদন : মিরপুরে নজির গড়লেন মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পরপর দুটি ম্যাচে পাঁচ উইকেট নিয়ে এই নজির গড়লেন বাংলাদেশের এই পেসার। প্রথম ম্যাচে বাঁহাতি মুস্তাফিজুরের শিকার ৫ ভারতীয় ব্যাটসম্যান। দ্বিতীয় ম্যাচেও একই দাপট দেখান মুস্তাফিজুর। পরপর দুটি ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হন মুস্তাফিজুর রহমান। ২ টি ম্যাচে মিলিয়ে ১১ বার ভারতীয় ব্যাটসম্যানদের উইকেট নিয়েছেন তিনি। ম্যান অব দ্য সিরিজ হওয়ার দৌড়ে রয়েছেন এই মুস্তাফিজুর।     
 
বৃহস্পতিবার মিরপুরে ভারতের বিরুদ্ধে অভিযেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে চমক দিয়েছিলেন মুস্তাফিজুর। রোববার দ্বিতীয় ম্যাচেও ফের ছয়  উইকেট নিয়ে মুস্তাফিজুর বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে এই নজির গড়েন। এর আগে অভিষেকেই প্রথম দুই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন জিম্বাবোয়ের ব্রায়ান ভিটোরি।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা