সোমবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাজেট ঘোষনা
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া॥ ২২ জুন সোমবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৫-২০১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হবে। শহরের এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সৈয়দ এ, কে, এম এমদাদুল বারী, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, সাবেক চেয়ারম্যান আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। বাজেট অনুষ্ঠানশেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।