বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ললিত কাণ্ডে নাম জড়ালো ব্রিটিশ রাজপরিবারের

news-image

 যুক্তরাজ্য ভ্রমণের সময় অনুমতিপত্র পেতে ব্রিটিশ রাজপরিবারের কয়েকজন সদস্যের নাম ব্যবহার করেছিলেন আইপিএল দুর্নীতির খলনায়ক ললিত মোদি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদপত্র ‘সানডে টাইমস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য বেরিয়ে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়, অনুমতিপত্র পেতে ললিত মোদি ব্রিটিশ রাজপরিবারে যাদের নাম ব্যবহার করেছেন, তাদের মধ্যে প্রিন্স চার্লস ও তার ভাই প্রিন্স অ্যান্ড্রুও রয়েছেন। রানী দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় সন্তান ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে বছর খানেক আগে ললিতের পরিচয়। সে সূত্রে গত বছর জুলাই মাসে যুক্তরাজ্যে ভ্রমণ অনুমতিপত্র মঞ্জুরের আগে লন্ডনে অ্যান্ডুর সঙ্গে দেখা করেন তিনি। তবে প্রিন্স অ্যান্ড্রু ও ললিত মোদির মধ্যে কি কথা হয়েছিল তা জানাতে অপারগতা প্রকাশ করেছে বাকিংহাম প্যালেস। সেই সঙ্গে ললিতের পক্ষে যুক্তরাজ্য সরকারের কাছে ডিউক অব ইয়র্কের সুপারিশের খবরটিও প্রত্যাখ্যান করেছে। এর আগে যুক্তরাজ্য ভ্রমণের ব্যাপারে ললিতের জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সুপারিশের বিষয়টি ফাঁস হয়ে পড়ায় বেশ তোলপাড় শুরু হয় ভারতে। বিরোধীদল কংগ্রেস ও দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) প্রতিবাদের পাশাপাশি সুষমা ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে নিয়ে কেন্দ্র সরকারের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতেও (বিজেপি) শুরু হয়েছে অন্তর্দ্বন্দ্ব।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে সুষমা স্বরাজ জানিয়েছেন, মানবিক কারণেই তিনি সুপারিশ করেছিলেন। তার এ আত্মপক্ষ সমর্থনকে স্বাগত জানিয়ে তার পাশেই দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি নেতা অমিত শাহা।

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি