শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতকে চেপে ধরেছে টাইগাররা ১১০/৪

news-image

ক্রীড়া ডেস্ক : শুরুটা করেছিলেন মুস্তাফিজ। ইনিংসের প্রথম ওভার একইসঙ্গে নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে ভারত শিবিরে আঘাত হানেন তিনি। তিনি প্যাভিলিয়নে পাঠান রোহিত শর্মাকে। শুরুতে উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে ভারত। পরে কোহলি-ধাওয়ানের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই চাপ অনেকটাই কাটিয়ে ওঠে সফরকারীরা। তবে ১২.৩ ওভারে ৭৪ রানে কোহলিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে মাঠ ছাড়া করলেন নাসির। দলের নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে ভারত।
এখন পর্যন্ত ১৬ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ৯২ রান। শিখর ধাওয়ান ৪৮ ও ধোনি ৭ রানে ক্রিজে আছেন। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ও নাসির একটি করে উইকেট নিয়েছেন।
রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
এর আগে বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। সফরকারী ভারতকে ৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। নিজের অভিষেক ম্যাচে অসাধারণ বোলিং করেছেন মুস্তাফিজ। একাই ৫ উইকেট নিয়ে তিনি গুঁড়িয়ে দেন ভারতের ব্যাটিং মেরুদ-।
এর আগে সফরকারীদের বিপক্ষে একমাত্র টেস্টে ড্র করে বাংলাদেশ। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হয়েছিল ম্যাচটি।
বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসেনি। প্রথম ম্যাচে জয়ী একাদশই রেখছে বাংলাদেশ। তবে সফরকারীদের স্কোয়াডে ৩টি পরিবর্তন এসেছে। বাদ গেছেন আজিঙ্কা রাহানে, উমেশ যাদব ও মোহিত শর্মা। তাদের জায়গায় অন্তর্ভুক্ত হয়েছেন অক্ষর প্যাটেল, আম্বাতি রাইডু ও ধাওয়ান কুলকারনি।
বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ :
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, ভিরাট কোহলি, আম্বাতি রায়ুডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন আশ্বিন, ভুবনেশ্বর কুমার, অক্ষর পেটেল, ধাওয়াল কুলকার্নি।

এ জাতীয় আরও খবর

ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টি নিয়ে ৪ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

স্লোগানে মুখরিত ঢাকা, সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত কর্মীদের ঢল

সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের যেসব নির্দেশনা জামায়াতের

কমপ্লিট শাটডাউনে দ্বিতীয় দিন নিহত ৬৭, কারফিউ জারি

কক্সবাজার থেকে শুরু চট্টগ্রাম বিভাগে এনসিপির পদযাত্রা

জামায়াতের সমাবেশ ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফাইনালে রংপুরের হার, চ্যাম্পিয়ন গায়ানা

‘এনসিপি কি নীতির দল, নাকি সুবিধাবাদী নাটক’

চাঁদের মাটিতে টিকে থাকতে পারে প্রাণ

বিএনপিকে খেপিয়ে সমন্বয়করা কীভাবে মাঠে টিকে থাকবেন, প্রশ্ন ইলিয়াসের

লস অ্যাঞ্জেলসে পুলিশ স্থাপনায় বিস্ফোরণ, নিহত ৩