শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইগারদের সিরিজ জয়ের হাতছানি

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে ভারতকে উড়িয়ে দিয়ে এই মুহূর্তে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডে জিতলে এক ম্যাচ হাতে রেখেই ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের। হ্যাঁ, এটাকে ঐতিহাসিকই বলা চলে। ভারতের বিপক্ষে গত ওয়ানডেসহ এ পর্যন্ত বাংলাদেশ চার ম্যাচ জিতলেও কখনো যে সিরিজ জেতা হয়নি। এবার সাকিব-তামিম-মাশরাফিদের সামনে সে সম্ভাবনা উঁকি দিচ্ছে।

ওয়ানডেতে বাংলাদেশও যে এখন সেরাদের তালিকায় চলে এসেছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। ঘরের মাঠে টানা নয়টি ওয়ানডে জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৫-০, আর পাকিস্তানকে ৩-০ তে ‘বাংলাওয়াশ’ করার পর ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে টাইগাররা। মজার বিষয়, প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়েছিল বাংলাদেশ, এবার ভারতের বিপক্ষেও প্রথম ওয়ানডেতে জয় ৭৯ রানে!

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটি আরেকটু বেশি রানে (৮৭) জিতেছিল বাংলাদেশ। তার মানে এবার ভারতকেও ‘বাংলাওয়াশ’? এমন ভাবনা হয়তো একটু বাড়াবাড়ি মনে হতে পারে। তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে এমন সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। পূর্ণশক্তির দল নিয়ে এসেও প্রথম ওয়ানডেতে ভারত যেভাবে নাকানিচুবানি খেয়েছে, তাতে ‘বাংলাওয়াশের’ স্বপ্ন দেখা-ই যায়। তবে প্রথমে দরকার সিরিজ জয় নিশ্চিত করা।

সিরিজ জয়ের সে স্বপ্নটা অন্য সবার মতো বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকেও ছুঁয়ে যাচ্ছে। নিজেদের আত্মবিশ্বাসই এই স্বপ্ন দেখাচ্ছে বলে জানিয়েছেন তিনি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হাথরুসিংহে বলেন, ‘এই মুহূর্তে আমরা ১-০ তে এগিয়ে আছি। সিরিজ জিততে আরেকটি জয় পেতে হবে। আমরা দ্বিতীয় ম্যাচে জয় পেতে মুখিয়ে আছি। আমরা ফেবারিট নই। কিন্তু আমরা আত্মবিশ্বাসী। আর এই আত্মবিশ্বাসী হওয়ার কারণেই সিরিজ জয়ের স্বপ্ন দেখছি।’

প্রথম ওয়ানডেতে ৭৯ রানের জয়টি ভারতের বিপক্ষে যেমন সবচেয়ে বড় ব্যবধানের জয়, তেমনি ৩০৭ রানও বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। সেই সঙ্গে প্রথমবারের মতো উদ্বোধনী জুটিতে এসেছে শতরান। ভারতের বোলারদের পিটিয়ে ৭৯ বলেই ১০০ রান পূরণ করেন দুই বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তার আগে এ দুজন ৫০ রানও তোলেন ৪০ বলে, যা ভারতের বিপক্ষে দ্বিতীয় দ্রুততম।

ওই ম্যাচে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট নেন এই তরুণ। ভারতের প্রথম দুই উইকেট তুলে নিয়ে শুরুর ধাক্কাটা দিয়েছিলেন আরেক পেসার তাসকিন আহমেদ। সেদিনের মতো আজও চার পেসার নিয়ে খেলবে বাংলাদেশ।

অপরদিকে প্রথম ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। সুরেশ রায়না, রোহিত শর্মারা জানিয়ে দিয়েছেন, আজকের ম্যাচ জিতে সিরিজে ঘুরে দাঁড়াতে চান তারা। তবে সাকিব-তামিম-মাশরাফি-মুস্তাফিজরা প্রথম ওয়ানডের মতো আজকেও ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে জ্বলে উঠলে গুঁড়িয়ে যাবে ভারতের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। আর সিরিজ জয়ের উৎসবে মাতবে গোটা বাংলাদেশ। এমন একটি মুহূর্তের অপেক্ষায় এখন বাংলাদেশের ১৬ কোটি মানুষ।

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক