রাজধানীতে আইএস সন্দেহে আটক ১
রাজধানী থেকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সন্দেহে ফয়েজ ইসলাম খান নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাতে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম সরকার। তিনি জানান, ফয়েজ ইসলামকে শনিবার আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।