শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিকমানের বোলিং ব্যাটিং এ টাইগাররা

news-image

ক্রীড়া ডেস্কবাংলাদেশ ক্রিকেট দলে সম্প্রতি যোগ হয়েছে বেশ ক’জন তরুণ বোলার। তাসকিন, রুবেল, তাইজুল, সোহাগ গাজীর পর নতুন মুখ মোস্তাফিজুর রহমান। সম্প্রতি বাংলাদেশ-ভারত ওয়ানডে ক্রিকেট ম্যাচে তিনি তুলে নেন ৫টি উইকেট।
বাংলাদেশ কি তাহলে পেসার সংকট কাটিয়ে উঠতে শুরু করেছে? এ নিয়ে সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু বলেন, বাংলাদেশের জেলা পর্যায়ের ক্রিকেট খেলার উন্নতি হচ্ছে। সেখান থেকেই উঠে আসছে জোবায়ের, মোস্তিাফিজ, তাসকিনের মতো খেলোয়াড়।
জেলা পর্যায়ে যারা ভালো খেলে তাদেরকে নিয়ে এসে প্রতিনিয়ত ট্রেনিং দিয়ে নাসির, সোহাগ গাজী, সৌম্য, মোস্তাফিজ, তাসকিনের মতো করে গড়ে তোলা হয়। পেস বোলারদের একটু বেশি সহযোগিতা করতে পারলে বোলারের সংখ্যাও বাড়তো বলে তিনি জানান। যখন আমাদের দল পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে ধারাবাহিক সফলতা ধরে রাখতে পারবে তখনই আমরা বলতে পারবো যে আমরা শুধু দেশেই নয় দেশের বাইরেও ভালো খেলছি। আমরা এখন আন্তর্জাতিকমানের বোলিং বা ব্যাটিং এ বাংলাদেশ পৌঁছাতে পেরেছি।
বিবিসি

এ জাতীয় আরও খবর