বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা জাতীয় পর্যায়ে ১৯তম

news-image

কসবা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা এবারের দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সেরা ২০এর তালিকায় ১৯তম স্থান অর্জন করেছে। সর্বমোট ৫৯জন পরীক্ষার্থীর মধ্যে এ প্লাস ২৭জন, এ ২৮জন এবং এ মাইনাস ৪জন পেয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। অন্যান্য পরীক্ষাগুলোতেও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদী বলেন; মাদরাসাটি উপমহাদেশ খ্যাত আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরী (র.) দ্বীন প্রচারের লক্ষ্যে ১৯৩৭ সালে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী পীর সাহেব (র.)এর একান্ত প্রচেষ্টায় কামিল স্তরে উন্নীত হয়। শিক্ষার সুষ্ঠু ও মনোরম পরিবেশে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকগণের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ে এ সফলতা অর্জন সম্ভব হয়। এজন্য আমরা মহান আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করি।