ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কনকোয়েষ্ট বেভারেজ লিঃ এর যাত্রা শুরু
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভিন্ন মাত্রার কোমল পানীয় ও ড্রিংকিং ওয়াটার উৎপাদনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে কনকোয়েষ্ট বেভারেজ লিঃ। বৃহষ্পতিবার বিকেলে বেসিক ব্যাংকের উপব্যবস্থাপক পরিচালক ফজলুস সোবহান ফিতা কেটে এর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এসএম শওকত হোসেইন, বেসিক ব্যংকের মহাব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান, উপ মহা-ব্যবস্থাপক ফিদা হাসান, কোয়ান্টাম কর্পোরেশন লিঃ এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর নাসিরউদ্দিন, কোয়ান্টাম কর্পোরেশনের পরিচালক মোঃ ইসমাইল। জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামে ১৫০ শতক জমির উপর স্থাপিত এ ফাক্টরীতে প্রতি ঘন্টায় ৮ হাজার বোতল কোমল পানীয় উৎপাদিত হবে।