বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের টার্গেট ৩০৮ (ভিডিও)

news-image

ক্রীড়া ডেস্ক : দ্রুত উইকেট পতনের চাপটা ভালভাবেই সামাল দিয়েছেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ের কল্যাণে ম্যাচে আবারও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তবে সাকিব ৫১ ও সাব্বির ৪১ রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন। এরপর দলের হাল ধরেন নাসির হোসেন। ৩৪ রানে তিনিও আউট হন। এরপর অধিনায়ক মাশরাফি দলের হাল ধরেন। তিনি ১৭ রানে অপরাজিত আছেন। আর তাসকিন ক্রিজে আছেন ২ রানে। এখন পর্যন্ত ৪৯.৩ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৯ উইকেটে ৩০৭ রান।
এ ছাড়া সৌম্য সরকার ৫৪, তামিম ইকবাল ৬০, লিটন দাস ৮, মুশফিক ১৪, মাশরাফি ৩ ও রুবেল ৪ রানে আউট হয়েছেন। ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ৩টি, উমেশ যাদব ২টি, ভুবনেশ্বর কুমার ১টি ও রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নিয়েছেন। আরেকটি রানআউট।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। উদ্বোধনী জুটি হিসেবে ব্যাট হাতে মাঠে নামেন তামিম ও সৌম্য সরকার।
ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী হন দুই ওপেনার। এ জুটি ১০২ রান সংগ্রহ করে। মাত্র ৪০ বলে ৫৪ রান করেন রানআউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সৌম্য সরকার।
এরপরে ব্যাট হাতে মাঠে নামেন লিটন দাস। এরপর বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। বৃষ্টির পর খেলা শুরু হলে আউট হন তামিম। তিনি করেন ৬০ রান। উইকেটটি নেন রবিচন্দ্রন অশ্বিন। এর পরের অভারে সেই অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়ের বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে অভিষিক্ত লিটন দাস। তিনি করেন ৮ রান।
বাংলাদেশ দলে আজ লিটন কুমার ও মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন।
এদিকে, প্রথমবারের মতো চার পেসার নিয়ে ওয়ানডে খেলছে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার সঙ্গে পেসার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।
ভারত দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক),  শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা।

https://youtu.be/JgI9NksPMJg

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি