রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডা. জাফর উল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news-image

আদালত অবমাননার দায়ে করা জরিমানার পাঁচ হাজার টাকা না দেওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বৃহস্পতিবার বিকেলে তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।চেয়ারম্যান ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন । ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার আফতাবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১০ জুন ট্রাইব্যুনাল-২ আদালত অবমাননার দায়ে এক ঘণ্টার কারাদ- (এজলাসকক্ষে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা) এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদ- সাজা দেন জাফরুল্লাহ চৌধুরীকে। ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালের সাজার বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়ায় তার এ সাজা হয়।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা পরিশোধের শেষ দিন ছিল বুধবার (১৭ জুন)। কিন্তু ডা. জাফরুল্লাহ চৌধুরী তা পরিশোধ না করায় গ্রেফতারি পরোয়ানা জারি হলো। জরিমানা অনাদায়ে একমাসের কারাদ-াদেশ কার্যকর করা হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ১০ জুনের রায় অনুসারে এজলাসকক্ষে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকার দ- কার্যকরে ডা. জাফরুল্লাহকে রাজি করাতেও বেগ পেতে হয়েছিল সংশ্লিষ্টদের।

অবশেষে অনেকের অনুরোধ ও জোরাজুরিতে দুপুর বারটা ৪৯ মিনিট থেকে একটা ৪৯ মিনিট পর্যন্ত কাঠগড়ায় দাঁড়িয়ে দ- ভোগ করলেও ট্রাইব্যুনাল থেকে বের হয়েই ডা. জাফরুল্লাহ সাংবাদিকদের বলেন, তিনি জরিমানার টাকা পরিশোধ করবেন না। তাতে যা হবার হবে। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলেও সে সময় জানিয়েছিলেন তিনি।

প্রথমবার হওয়ায় সতর্ক করে দিয়ে একই ঘটনায় আরও ২২ বিবৃতিদাতাকে ক্ষমা করে অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। এর আগে মোট ৫০ বিবৃতিদাতার মধ্যে ক্ষমা চাওয়ায় আরও ২৬ জনকে সতর্ক করে ক্ষমা করেন আর একজন বিবৃতির সঙ্গে তার সম্পর্ক নেই জানালে তাকে অভিযোগের আওতা থেকে বাদ দেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৬ জুন) ওই দ-াদেশ ও জরিমানার বিরুদ্ধে আপিল চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করেন জাফরুল্লাহ চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম।

এ জাতীয় আরও খবর

মা হলেন স্বাগতা

আ. লীগ ও রোহিঙ্গা ইস্যুতে বিবিসিকে যা বললেন ড. ইউনূস

কেউই চায় না দুর্নীতি বন্ধ হোক: জ্বালানি উপদেষ্টা

মমতার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশি হাইকমিশনার

প্রধানমন্ত্রীত্ব ঠিক হলে কি দেশে ফিরবেন তারেক রহমান: হান্নান মাসুদ

ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

ডেঙ্গু নিয়ে এক দিনে সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি

ছাত্রদল নেতার ছাত্রত্ব শেষ, তবুও দখলে তিন সিটের কক্ষ

কালো টাকা সাদা করার সুবিধা তুলে দেওয়ার পক্ষে পরিকল্পনা উপদেষ্টা

হলে থেকেই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন ঢামেক শিক্ষার্থীরা

নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ হলে স্বৈরাচার আরও পাকাপোক্ত হবে: বদিউল মজুমদার

আপত্তিকর ভিডিও প্রকাশের পর শরীয়তপুরের ডিসি ওএসডি