শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি (বিজি-০১৬) আজ সকাল ১০টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সেখানে এক ঘণ্টা যাত্রাবিরতির পর উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাবে। যুক্তরাজ্যে ছয় দিনের সফর শেষে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় গতকাল রাত ১২টা ২০ মিনিট) লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।


ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘন্টা যাত্রাবিরতির পর বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইট সকাল ১১টা ১০ মিনিটে (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সফরের আগে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির বলেন, এটি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফর। গত রোববার বাংলাদেশে স্বৈরাচারের পতন, গণতন্ত্রায়ণ, উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান এবং সর্বশেষ ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তির সফল বাস্তবায়নের সম্মাননা হিসেবে যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়।


লন্ডনে অবস্থানকালে ১৪ জুন পার্ক লেন হোটেলে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা প্রদান করে। এ ছাড়া ব্রিটিশ পার্লামেন্টে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) যুক্তরাজ্য শাথা অফিসে বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান কিথ ভাজের আমন্ত্রণে ১৫ জুন এক সংবর্ধনায় যোগ দেন। –  

এ জাতীয় আরও খবর