চট্টগ্রামে পুলিশি অভিযানে গ্রেফতার ৭৯
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৩ কর্মীসহ ৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯৬ লিটার মদ ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।বুধবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। তিনি জানান, অভিযানে বিএনপি, নাশকতার অভিযোগে বিএনপি, জামায়াত ও শিবিরের ১ জনকে করে মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নিয়মিত মামলায় ৯ জন এবং ৬৭ জন সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করা হয়েছে।