রাজধানীতে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজধানীর বনশ্রী এলাকা থেকে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার ( ১৭ জুন) রাতে বনশ্রী প্রজেক্ট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হুমায়ন কবির সুমন, হাফিজুর রহমিন ও সারোয়ার হোসেন রাইয়ান ওরফে তুষিব।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়ার উপ পুলিশ কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে মাদক কেনাবেচার বিষয়টি স্বীকার করেছেন।