নাসিরনগরে বিদায়ী ও মরনোত্তর শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ॥ নাসিরনগর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত,বিদায়ী ও মরনোত্তর ৪৩ জন শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে সমিতির সভাপতি কাজী মাওলানা মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অরবিন্দু গোপের পরিচালনায় অনুষ্টিত সম্মাননা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহমদ । বক্তব্য রাখেন,বিদায় প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, বিদায় প্রধান শিক্ষক মহেন্দ্র চন্দ্র দাস, প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,হাবিবুর রহমান,প্রীতিশ রঞ্জণ পোদ্দার প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অবসরপ্রাপ্ত,বিদায়ী ও মরনোত্তর শিক্ষক-কর্মচারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।