নাসিরনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) ॥ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উপজেলা পর্যায়ে আজ বুধবার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার । বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বালক পর্যায়ে নুরপুর লাহাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ০-৩ গোলে হারিয়ে নাসিরনগর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বালিকা পর্যায়ে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ০-৩ গোলে হারিয়ে লাহাজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার । এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সহকারী কমিশনার ভূমি সরকার আবদুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হেমায়েতুল ফারুক ভুইয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম,মাহবুবুর রহমান,প্রধান শিক্ষক আবদুর রহিম ,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমূখ।
সমাপনী বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার বলেন শিক্ষার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতি চর্চা, নৈতিক শিক্ষা সহ শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে দেশ প্রেমিক নাগরিক করে গড়ে তুলতে হবে। শরীর-স্বাস্থ্য,মনকে ভাল রাখতে হলে খেলাধূলা করতে হবে। শিশুদের ক্রীড়ামূখী করতে এ সরকার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবলসহ বিভিন্ন খেলাধূলার ব্যবস্থা করেছে।