শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রতিশোধের ম্যাচে নেইমারকে নিয়ে সতর্ক কলম্বিয়া

ছবি: সংগৃহীতঢাকা: কোপা আমেরিকার আসরে নিজেদের পরের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া। এ ম্যাচের আগে দলটির সেরা তারকা জেমস রদ্রিগেজ ব্রাজিল অধিনায়ক নেইমারকে ‘অবিশ্বাস্য স্তরের ফুটবলার’ বলে প্রশংসা করলেও জানালেন, পরের ম্যাচে নেইমার বাহিনীকে রুখে দিতে তারা প্রস্তুত।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে ট্রেবল জিতে কোপা আমেরিকার মিশনে নেমেছেন ব্রাজিল অধিনায়ক। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পেরুকে হারিয়ে জয় পেয়েছে নেইমারের ব্রাজিল। গোল পেয়েছেন নেইমারও। বার্সার এ তারকাকে সেলেকাওদের সেরা তারকা বলে জানান রিয়াল মাদ্রিদের হয়ে খেলা রদ্রিগেজ।

সেলেকাওদের দলপতি প্রসঙ্গে ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বুট জেতা রদ্রিগেজ বলেন, নেইমারের খেলার ধরন অবিশ্বাস্য। সে অন্য স্তরের ফুটবলার। আমাদের আসর থেকে ছিটকে দিতে নেইমার ম্যাচের গতিপথ পাল্টে দিতে সক্ষম। তারা কলম্বিয়াকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করতে চায়। তবে, আমরা নেইমারের দলটিকে রুখে দিতে প্রস্তুত রয়েছি। 

নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে হেরেছে রদ্রিগেজের কলম্বিয়া। কোপা আমেরিকার মিশনে পরাজয় নিয়ে শুরু করা রিয়াল তারকা যোগ করেন, ফুটবলে সবসময় ভালো ও খারাপ সময় থাকে। আপনি একটি ম্যাচে ভালো খেলে জিততেও পারেন আবার হেরেও যেতে পারেন। আমরা নিজেদের সেরা গতি দিয়েই খেলা চালিয়ে যাব। পরের ম্যাচেও আমাদের একই মানসিকতা থাকবে। ব্রাজিলের বিপক্ষে জয়ের জন্য প্রস্তুত আমরা।

শুধু ম্যাচ জয়ের পরই সমর্থকদের পাশে চান না রদ্রিগেজ। কোনো ম্যাচে হেরে গেলেও সমানভাবে সমর্থকদের নিজেদের পাশে চান জানান রিয়াল তারকা।

গত বিশ্বকাপের আসরে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বমঞ্চ থেকে বিদায় নেয় কলম্বিয়া। বিশ্বকাপের পর মেগা এ ইভেন্টে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিতে চায় তারা। সেই সঙ্গে টুর্নামেন্টে টিকে থাকতে নেইমার বাহিনীকে হারাতে প্রস্তুত রদ্রিগেজের কলম্বিয়া। ‘সি’ গ্রুপে থাকা এ দুই দল ১৮ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় মাঠে নামবে।

  ১৬ জুন ২০১৫

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা