শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মুজাহিদের গাড়িতে যারা পতাকা দিয়েছিল তাদের প্রতি ঘৃণা’

চট্টগ্রাম: আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাপরাধের বিচার আন্দোলনের সংগঠকরা। রায়ে সন্তোষ প্রকাশ করে তারা বলেছেন, একাত্তরের আলবদর কামন্ডার মুজাহিদকে মন্ত্রী বানিয়ে যারা তার গাড়িতে লাল-সবুজের পতাকা তুলে দিয়েছিল তাদের প্রতি জানাই ঘৃণা। মঙ্গলবার (১৬ জুন) রায় ঘোষণার পর  এমন প্রতিক্রিয়া দিয়েছেন তারা। মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার মো.সাহাবউদ্দিন   বলেন, ‘মুজাহিদের ফাঁসি আমরা মুক্তিযোদ্ধারা অবিলম্বে কার্যকর দেখতে চাই। এ বিচার যাতে আরও ত্বড়িৎ গতিতে হয় আমরা সেই প্রত্যাশা করছি।’ তিনি বলেন, ‘মুজাহিদ একাত্তরে ঘৃণ্যতম অপরাধ করার পরও বিভিন্ন সময় স্বাধীন দেশে বিভিন্ন সরকারের আনুকূল্য পেয়েছে। এমনকি তাকে মন্ত্রী বানিয়ে তার গাড়িতে পতাকাও তুলে দেয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধারা মনে করি, মুজাহিদকে মন্ত্রী বানানোর মধ্য দিয়ে বীর শহীদদের অবমাননা করা হয়েছে, লাল-সবুজের পতাকার প্রতি অশ্রদ্ধা করা হয়েছে। যারা মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিল তাদের স্থান হবে ইতিহাসের আস্তাকুঁড়ে।’

দীর্ঘসময় ধরে যুদ্ধাপরাধের বিচারের আন্দোলনে নেতৃত্বদানকারী পেশাজীবী নেতা প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার  বলেন, মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে, এটাই স্বাভাবিক। এ রায়ের মাধ্যমে বিচার বিভাগের প্রতি আমাদের শ্রদ্ধা বেড়েছে। সরকারের প্রতিও আস্থা বেড়েছে। জনগণ এ রায়ে সন্তুষ্ট।

তিনি বলেন, মুজাহিদের নেতৃত্বে একাত্তরে ‍মানবতা বিরোধী অনেক অপরাধ সংঘটিত হয়েছে। এই যুদ্ধাপরাধীকে স্বাধীন দেশে যারা মন্ত্রী বানিয়েছিল, যারা তার গাড়িতে রক্ত দিয়ে পাওয়া জাতীয় পতাকা তুলে দিয়েছিল তাদের প্রতি আমার ঘৃণা, ঘৃণা, ঘৃণা।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভপতি দেলোয়ার বলেন, যারা মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিল জাতি তাদের সবসময় ঘৃণা করে যাবে। 

গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান  বলেন, এ রায়ে গণজাগরণ মঞ্চ সন্তোষ প্রকাশ করছে। আলবদর নেতা হয়ে মুজাহিদ একাত্তরে যে অপকর্ম করেছিল তার সঠিক বিচার হয়েছে। জাতি সুবিচার পেয়েছে। তিনি বলেন, আমরা মুজাহিদের রায় অবিলম্বে কার্যকর দেখতে চাই। একইসঙ্গে মতিউর রহমান নিজামি, সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসি অবিলম্বে কার্যকর দেখতে ‍চাই। চৌহান বলেন, ‘ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া লাল-সবুজের পতাকা যারা এই ঘৃণ্য যুদ্ধাপরাধীর গাড়িতে দিয়েছিল তাদেরও আমরা বিচার চাই।’

 জুন ১৬,২০১৫

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের