বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের একাডেমীক ভবনের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন

news-image

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের একাডেমীক ভবন উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। আজ রবিবার ভিত্তি প্রস্থর স্থাপন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, পৌর ময়ের মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এম,এ মাসুদ, জেলা আওয়ামীলীগের সধারন সম্পাদক আল মামুন সরকার, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপিত মুহাম্মদ মুসা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুল ইসলাসহবিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্থর স্থাপনশেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জাকির হোসেন।

এ জাতীয় আরও খবর