শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাদুর ভিটেয় কাঁদলেন রিনি

news-image

নিজস্ব প্রতিবেদক : চারদিন ব্রাহ্মণবাড়িয়ায় কাটিয়ে গেলেন ভারতের পশ্চিম বাংলার বিশিষ্ট বাচিকশিল্পী,সঞ্চালক ও তারা মিউজিকের জনপ্রিয় মুখ রিনি বিশ্বাস। কথা,কবিতা আবৃত্তি,আড্ডা,কর্মশালা ও পূর্ব পুরুষের ভিটি পরিদর্শনে পার করলেন এই ক’দিন। আচার-আচরণ আর উদার মানসিকতা দিয়ে জয় করলেন তিতাস পাড়ের মানুষকে। তিতাস আবৃত্তি সংগঠনের আমন্ত্রনে তিন বাংলার কবিতা শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানে যোগ দিতে ব্রাহ্মণবাড়িয়ায় আসা তার । গত ৪ ঠা  জুন তিনি বিমানে কলকাতা থেকে আগরতলা হয়ে আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। নো-ম্যানস ল্যান্ডে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো.মনির হোসেন এর নেতৃত্বে সংগঠনের কর্মীরা। সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এদিন বিকালে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ছোট-বড় অর্ধশত আবৃত্তি কর্মীর সাথে মহড়ায় অংশ নেন। ৫ জুন সকাল ১০ টা থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে দিনব্যাপী বাচনিক উৎকর্ষতা বিষয়ক কর্মশালায় রিনি সহ প্রশিক্ষণ প্রদান করেন ত্রিপুরার বাচিকশিল্পী শুভ্রজিত ভট্রাচার্য,ব্রাহ্মণবাড়িয়ার বাচিকশিল্পী মো.মনির হোসেন। এতে প্রায় একশো শিক্ষার্থী,আবৃত্তি কর্মী অংশ নেয়। সংগঠনের উপদেষ্টা এটিএম ফয়েজুল কবিরের সভাপতিত্বে কর্মশালার উদ্ধোধন করেন সংস্কৃতি সংগঠক নন্দিতা গুহ। ৬ ই জুন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মূল পর্ব আবৃত্তি সন্ধ্যা। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে মানুষের প্রাণ যখন ওষ্ঠাগত সেসময়ে এ অনুষ্ঠানের কবিতার রস আর ছন্দ যেন কিছুটা প্রশান্তির পরশ ছড়িয়ে দেয় । দীর্ঘ দুই ঘন্টা পিনপতন নীরবতায় মন্ত্রমুগ্ধের মতো ব্রাহ্মণবাড়িয়ার তিন শতাধিক কবিতাপ্রেমী শুনেন তিন বাংলার কবিতা। শহরের সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে তিতাস আবৃত্তি সংগঠন শিক্ষার্থীদের সমবেতকন্ঠে কবি আবু হাসান শাহরিয়ারের মাটির খাঁতায় বীরের গাঁথা শীর্ষক কবিতার বৃন্দ আবৃত্তির মধ্য দিয়ে আবৃত্তিসন্ধ্যার শুরু হয়।এসময় সংগঠনের সহকারি পরিচালক বাছির দুলালের উপস্থাপনায় আবৃত্তি করেন ভারতের কলকাতার বিশিষ্ট বাচিকশিল্পী ও সঞ্চালক রিনি বিশ্বাস,আগরতলার বিশিষ্ট বাচিকশিল্পী ও সঞ্চালক শুভ্রজিত ভট্রাচার্য এবং বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাচিকশিল্পী রোকেয়া দস্তগীর।

ব্রাহ্মণবাড়িয়ায় আবৃত্তি সন্ধ্যায় বক্তব্য রাখছেন ডিসি-সংগঠনের উপদেষ্টা সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরা বেগম,জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আল মামুন সরকার,পলিটেকনিক কলেজের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা,প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা,কবি জয়দুল হোসেন,আয়কর আইনজীবি জহিরুল ইসলাম ভূঞা। অনুষ্ঠানে আবৃত্তিশিল্পীদের হাতে ফুলের তোড়া,ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। ৭ ই জুন রিনি বিশ্বাস নবীনগর যান তার পূর্ব পুরুষের ভিটি পরিদর্শনে। উপজেলার ভোলাচং ও ভেলানগর পাশাপাশি দু-গ্রামেই ছিলো রিনির স্বজনদের বাস। দাদু (নানা) নলিনী ভট্রাচার্য ওরফে তরু ভট্রাচার্যের ভিটির মাটি ছুয়ে ঢুকরে কেঁদে উঠেন রিনি। অনেকক্ষণ পর্যন্ত তিনি স্বাভাবিক হতে পারেননি। বারবার রুমাল দিয়ে চোখ মুছেন। তার চোখের জল সঙ্গে থাকা সবাইকে কাঁদিয়েছে। দাদুর বাড়ির চারদিক ঘুরে দেখেন রিনি। ঐ বাড়িতে বসবাসকারী নারী-পুরুষ রিনি বিশ্বাসকে ব্যাপক আদর-আপ্যায়ন করেন।এসময় বাড়ির লোকেরা মামা বাড়ির ভাগ্নিকে আম-কাঁঠাল,ঠান্ডা পানীয়,সরবত-আচাঁর দিয়ে আপ্যায়িত করেন। তাদের আদরে আপ্লুত হয়ে পড়েন রিনি। ভোলাচং ও ভেলানগরে দুটি প্রাইমারী স্কুল ও একটি হাই স্কুলেও তিনি সকলের সাথে খানিকটা সময় কাটান। তাদের ভূমিতে গড়ে উঠা ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা বেশ কিছু ছড়া আবৃত্তি করে তাকে অভিভূত করেন। ৪ দিনের ব্রাহ্মণবাড়িয়া সফর নিয়ে বাচিকশিল্পী রিনি বিশ্বাস বলেন,তিতাস পাড়ের মানুষের আদর-আপ্যায়নে আমি ভীষণ আপ্লুত। প্রতিদিনই ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতিকর্মীরা আমাকে দাওয়াত করে হরেক রকম খাবার জোর করে খাইয়েছে।এখানকার মানুষদের আতিথ্য সারাজীবন মনে রাখবো।আবৃত্তির প্রতি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যে আকর্ষণ-আবেগ দেখিয়েছে তা অতুলনীয়।এছাড়া পূর্ব পুরুষের ভিটি স্পর্শ করে যাওয়া পরম ভাগ্যের ব্যাপার।এ স্মৃতি কখনো ভুলবার নয়।


 

 

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের