মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোমা হামলার হুমকি : হোয়াইট হাউসে প্রেসব্রিফিং বিঘ্নিত

news-image

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ে বোমা হামলা চালানো হবে এ হুমকি পেয়ে হোয়াইট হাউসে আয়োজিত প্রেসব্রিফিং বিঘ্নিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পুলিশকে এ হুমকির কথা জানানো হলে প্রেসব্রিফিং কক্ষ দ্রুত খালি করে দেওয়া হয়। সিক্রেট সাভিসের বরাত দিয়ে একটি বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

সংস্থাটি জানায়, মঙ্গলবার দুপুর দুইটার দিকে হোয়াইট হাউসের প্রেসব্রিফিং কক্ষে মার্কিন প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট সাংবাদিকদের ব্রিফিং করছিলেন। তার এই ব্রিফিং সরাসরি টেলিভিশন চ্যানেলে প্রচারও করা হচ্ছিল। এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যরা বোমা হামলার কথা  জানালে প্রেসব্রিফিং স্থগিত করে কক্ষ ফাঁকা করে দেওয়া হয়। তবে ২০ মিনিট পর সাংবাদিকদের ফের হোয়াইট হাউসে ফিরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে সিক্রেট সাভিসের মুখপাত্র ব্রিয়ান লেরি জানান, বোমা হামলার খবর পাওয়ার পর মেট্রোপলিটন পুলিশকে খবর দেওয়া হয়।