সম্রাট’ ছবির শুটিংয়ে গাড়ি দুর্ঘটনা
বিনোদন প্রতিবেদক : ১লা জুন থেকে শুরু হয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'সম্রাট' ছবির শুটিং। বিএফডিসিসহ রাজধানীর বিভিন্ন জায়গায় চলছে এর দৃশ্যধারণ।গত ৮ জুন রাতের প্রথম প্রহরে আফতাব নগরে ছবিটির শুটিং চলাকালে গাড়ি দুর্ঘটনা ঘটে।শাকিব খানের সঙ্গে ভিলেন শিমুল খানের একটি দৃশ্য ধারণ চলছিল। শাকিব খান ভিলেন শিমুলের দ্রুত গতির গাড়ির সামনে নিজের গাড়ি দাড় করিয়ে বেরিকেড দিবে আর শিমুল খানের গাড়ি দ্রুতগতিতে এসে তার পাশে এসে ব্রেক কষে থেমে যাবে।এমনই ছিল দৃশ্যটা। কিন্তু যথাসময়ে ব্রেক কষতে না পারায় শিমুল খানের গাড়ি এসে শাকিব খানের গাড়িতে সজোরে আঘাত করে। এতে আহত হন শিমুল খান।অল্প থেকে রক্ষা পান শাকিব খান। তবে ক্ষতিগ্রস্ত হয় ভাড়া করা গাড়িটি।
এদিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাসাতেই বিশ্রামে আছেন শিমুল খান।
উল্লেখ্য 'সম্রাট' ছবির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, ইন্দ্রনীল সেনগুপ্ত ও অপু বিশ্বাস।