শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে আড়াই মাসে ৮ খুন

news-image

নবীনগরে  গত আড়াই মাসে  ৮টি খুন হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত দুই একজনকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকিরা ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে । গত ৬ই জুন নবীনগর উপজেলার পশ্চিম ইউপির নবীপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে আ. আহাদ (২৫) নামে ১ জন নিহত হয়েছে। অন্যদিকে  একই ইউপির দড়িলাপাং গ্রামে পরকীয়ার জের ধরে  গত ৯ই এপ্রিল  স্ত্রীর হাতে শাহিন মিয়া (২২) খুন হয় । গত ৩০শে মে উপজেলার  বিটঘর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য ইয়াসমিন আক্তার (৪৫) কে  নিজ বাড়িতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। অন্যদিকে একই ইউপির ইউপি সদস্য আল- মামুনকে  গত ১৫ই মে নারী ঘটিত বিষয়ের জের ধরে তার খালাত ভাই খুন করে । ২৯শে এপ্রিল পৌর এলাকার হাসপাতাল পাড়ায় পারিবারিক কলহের জের ধরে পাষণ্ড পিতা প্রবাসী আমজাদ হোসেন (৩২) কে কুপিয়ে হত্যা করে । ২১শে এপ্রিল উপজেলার  শ্যামগ্রামে চোরের দেয়া চেতনানাশক ওষুধে চারুবালা চক্রবর্ত্তী (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয় । ১৫ই এপ্রিল নাটঘর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার চাপাতির আঘাতে ইব্রাহিম ইকবাল (২০) খুন হন। গত ৭ই এপ্রিল পৌর এলাকার সোহাতা  সিএনজি স্টেশনে  দুর্বৃত্তরা সিএনজিচালক জুয়েল মিয়া (২২) কে খুন করে পালিয়ে যায় ।
এ ব্যাপারে ওসি রুপক কুমার সাহা বলেন ব্যক্তি স্বার্থের জন্য এসব মার্ডার হয়েছে। তবে মামলায় কেউ কেউ গ্রেপ্তার হয়েছে আর বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর