বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত কসবা তারাপুর সীমান্ত হাট ১১ জুন আনুষ্ঠনিক ভাবে উদ্বোধন

news-image

মেহেদী হাসান মিলন, ব্রাহ্মণবাড়িয়া॥ কসবা সীমান্তের কমলা সাগর দীঘির উত্তরপাড়ে তারাপুর এলাকায় ২০৩৯নং পিলার সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্তে দু’দেশের যৌথ মালিকানায় সীমান্ত হাটের আনুষ্ঠানিকভাবে  কাজ শেষ হয়েছে। গত ৭ জুন মধ্যে এর  দুই দেশের প্রধান মন্ত্রী ভিডিও কনফারেন্স এর  মাধ্যমে  বাংলাদেশের প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে উদ্ভোধন করেন। আগামী ১১ জুন এই হাটের স্থানীয় ভাবে উদ্বোধন করা হবে দুই দেশের প্রস্তুতি সভায় এই কথা বলেন দুই দেশের জেলা এডিএম  নাজমা বেগম ও শ্রী ডি.কে চাকমা । গতকাল সোমবার দুপুর কসবায় জেলা পরিষদ ডাক বাংলোয় এক সভায় এই কথা বলেন দুই দেশের এডিএম। এ উপলক্ষ্যে দু’দেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ভারতের কমলাসাগর দীঘি পর্যটন এলাকায় আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এতে ৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শ্রী ডি.কে চাকমা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়া,কসবা পৌর মেয়র মুহম্মদ ইলিয়াস, ত্রিপুরার শিল্প ও বাণিজ্য অধিদপ্তরের নির্বাহী পরিচালক নরেন্দ্র আগারওয়াল, সীমান্ত হাট কমিটির সদস্য শ্রীমতি ছায়া সরকার প্রমুখ।
জানা যায়, বাংলাদেশের ৬৯.৬৬ শতাংশ ও ভারতের ৬৯.৬৬ শতাংশ ভূমিতে ভারত সরকারের ২ কোটি ৪৪ লাখ রুপি ব্যয়ে ৬০টি দোকান ঘর নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। তৈরীকৃত সীমান্ত হাটে বাংলাদেশের ৩০ জন ব্যবসায়ী ও ভারতের ৩০ জন ব্যবসায়ী নির্ধারিত পণ্য দ্রব্য বিক্রয় করতে পারবেন। প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সীমান্ত হাটের কার্যক্রম চলবে। সীমান্ত হাট উপলক্ষ্যে দু’দেশের সীমান্তবর্তী মানুষের মধ্যে আর্থিক ভিত্তি মজবুত হবে বলে দু’দেশের সীমান্ত অধিবাসীরা মনে করছেন। এই সময় কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, সহকারী  কমিশনার (ভূমি) সোহেল আহাম্মেদ, কসবা থানা অফিসার ইনচার্জ গোলাম মোর্সেদ, কসবা সীমান্ত বিজিবি অধিনায়কসহ প্রমুখ  উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

ঢাকা কৃত্রিম মরুভূমিতে পরিণত হয়েছে: মির্জা আব্বাস

অস্ত্র মামলায় খালাস পেয়েছেন গোল্ডেন মনির

ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই

উপজেলা ভোট ব্যর্থ হলে ৭ জানুয়ারির প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে-সিইসি

সোনার দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশেই থাকবে : শিল্পমন্ত্রী

বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

আবারও ঢাকাই সিনেমায় পাওলি দাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য জানালেন সাকিব

ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যানসার-সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ