ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক স্বাস্থ্য বিষয়ে কর্মশালা
বিশেষ প্রতিনিধি : রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর তত্ত্বাবধানে বেসরকারী সংস্থা উইটি নেট (প্যাকেজ নং-১৪) কর্তৃক সদর উপজেলার উলচাপাড়া স্বাস্থ্য শিক্ষা আদর্শগ্রামে কমিউনিটি ক্লিনিকে পারিবারিক স্বাস্থ্য বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাজবাহুল ইসলাম। বক্তব্য রাখেন বেসরকারী সংস্থা স্বদেশি’র নির্বাহী পরিচালক সৈয়দ আজিজুর রহমান ও এসসাড এর নির্বাহী পরিচালক মোহাম্মদ পারভেজ। কর্মশালায় পরিবার কল্যাণ কর্মী, শিক্ষক, সমাজসেবক, ইমাম, মহিলা ইউপি সদস্য ও ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহন করেন। কর্মশালায় বক্তারা পারিবারিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পয়ঃনিষ্কাশন, পারিবারিক বাগান, স্যানিটেশন, টিকাদান ও কমিউনিকেবল ডিজিজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।