বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘তিস্তা ও ফেনী নদী সমস্যার দ্রুত সমাধান হবে’ (ভিডিও)

news-image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমরা আজ দুই দেশের সম্পর্কই নয়, দুই দেশের ভবিষ্যৎ নিয়ে বসেছি। আমরা কেবল স্থলসীমান্তই নয় আমরা জলসীমা নিয়েও ঐক্যমতে পৌঁছেছি। এটাই প্রমাণ করে আমাদের দুই দেশের সম্পর্কের দৃঢ়তা। তিনি বলেন, আমি নিশ্চিত পশ্চিমবঙ্গ রাজ্যের সহযোগিতায় তিস্তা ও ফেনী নদী নিয়ে চলমান সমস্যার দ্রুত সমাধান হবে।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্কের ফলে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দুই দেশই লাভবান হবে। আমরা কেবল প্রতিবেশীই নই। আমরা ভাতৃপ্রতীম দুটি রাষ্ট্র যারা শিল্প, সংস্কৃতি ও মানসিকতার দিক থেকে এক অপরের সাথে সম্পৃক্ত।

নরেন্দ্র মোদি বলেন, দুই দেশের মধ্যে আজ যে বাস সার্ভিসের উদ্বোধন হলো, তা উভয় দেশের মধ্যে যাগাযোগ সম্পর্কে নতুন দিগন্তের সূচনা করবে।

মহাকাশ গবেষণায় বাংলাদেশ-ভারতের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা প্রকাশ করে বাংলাদেশের বিদ্যুৎ খাতে সহযোগিতার হাত আরও প্রসারিত করার প্রতিশ্রুতি দেন মোদি।

এ সময় বাংলাদেশে ভারতের বিদ্যুৎ সহযোগিতা বর্তমানের ৫শ’ মেগাওয়াট থেকে বাড়িয়ে আগামী দুই বছরের মধ্যে ১১শ’ মেগাওয়াটে উত্তীর্ণের ঘোষণা দেন মোদি।

নিজের বক্তব্যে আঞ্চলিক সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর ব্যাপারেও কথা বলেন মোদি। এ সময় ভারত-বাংলাদেশ-নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারেও পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেন মোদি।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়সী প্রশংসা করে তার ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ এরও প্রশংসা করেন মোদি।

https://www.youtube.com/watch?v=ZYJJUJZfmbI

এ জাতীয় আরও খবর

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

ঢাকা কৃত্রিম মরুভূমিতে পরিণত হয়েছে: মির্জা আব্বাস

অস্ত্র মামলায় খালাস পেয়েছেন গোল্ডেন মনির

ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই

উপজেলা ভোট ব্যর্থ হলে ৭ জানুয়ারির প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে-সিইসি

সোনার দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশেই থাকবে : শিল্পমন্ত্রী

বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

আবারও ঢাকাই সিনেমায় পাওলি দাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য জানালেন সাকিব

ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যানসার-সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ