ব্রাহ্মণবাড়িয়া শিক্ষার্থীদের মানবন্ধন
নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে অধ্যয়নরত কয়েকশ শিক্ষার্থী হাতে হাত ধরে বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুর্ণ নিয়ে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম রাজু, প্রিয়াংকা রায়, আশরাফ উদ্দিন ইমন, শবনম শায়লা প্রমুখ।
বক্তারা বলেন, আর কয়েকদিন পরেই রোজা শুরু হবে। তাই শিক্ষামন্ত্রীর কাছে আমাদের পরীক্ষার সময় পরিবর্তন করে ঈদের পরে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি। আমাদের দাবি মেনে না নিলে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করবো।