শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

স্মরণকালের সর্বোচ্চ ঘাটতি বাজেট

news-image

২০১৫-১৬ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে বাজেট ঘোষণা করবেন তাতে যে পরিমাণে ঘাটতি রাখা হয়েছে, তা স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি। একই সঙ্গে ঘাটতি বাড়ার হার ও পরিমাণ দুটিই আগের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। ঘাটতির একটি বড় অংশই নেয়া হবে ঋণ করে। যে কারণে নতুন বাজেটকে অনেকে ঋণ নির্ভর বাজেটও বলছেন। তবে বাজেটের আকার বাড়ানোর ক্ষেত্রে গতানুগতিক ধারা বজায় রাখা হয়েছে।
সূত্র জানায়, আগামী অর্থবছরে বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৮৬ হাজার ৬৫৭ কোটি। চলতি অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৬১ হাজার ৩৪৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে বাজেট ঘাটতি বেড়েছে ২৫ হাজার ৩১১ কোটি টাকা। ঘাটতি বাড়ার হার ৪১ দশমিক ২৬ শতাংশ। আগে কখনোই এত বেশি হারে বাজেট ঘাটতি বাড়েনি। ঘাটতির পরিমাণ অস্বাভাবিক মাত্রায় বাড়ানো হলেও বাজেটের আকার বাড়ানো হয়েছে স্বাভাবিক গতিতে। চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরের বাজেটের আকার বাড়ছে ৪৪ হাজার ৫৯৪ কোটি টাকা বা ১৭ দশমিক ৮০ শতাংশ। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার বাড়ার কারণে বেড়েছে বাজেটের আকার। এ কারণে বেড়েছে বাজেট ঘাটতির পরিমাণ। জিডিপির হিসাবে বাজেট ঘাটতির হার ৫ শতাংশের মধ্যেই রাখা হয়েছে। অন্যান্য সময়েও জিডিপির হিসাবে বাজেট ঘাটতি ৪ থেকে ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল। ফলে সংখ্যা বা পরিমাণে ঘাটতির পরিমাণ বাড়লেও সার্বিক অর্থ ব্যবস্তার ওপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এদিকে ব্যবসায়ীরা বলেছেন, সরকার বাজেট ঘাটতি পূরণে বেশি মাত্রায় ঋণ নিলে বেসরকারি খাত ঋণ পাওয়া থেকে বঞ্চিত হবে। সরকার বেশি ঋণ নেয়ার কারণে ঋণের সুদের হার কমছে না। ফলে সরকারের মাত্রাতিরিক্ত ঋণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসরকারি খাত। ২০১০-১১ অর্থবছরের তুলনায় ২০১১-১২ অর্থবছরে বাজেটের আকার বেড়েছে ৩১ হাজার ৪১৯ কোটি টাকা বা ২৩ দশমিক ৭৭ শতাংশ। ওই অর্থবছরে ঘাটতির পরিমাণ বেড়েছিল ১১ হাজার ৩৩৮ কোটি টাকা বা ৩৭ দশমিক ৭৬ শতাংশ। ২০১১-১২ অর্থবছরের তুলনায় ২০১২-১৩ অর্থবছরে বাজেটের আকার বেড়েছিল ২৮ হাজার ১৪৯ কোটি টাকা বা ১৭ দশমিক ২১ শতাংশ। ঘাটতি বেড়েছিল ৫ হাজার ৭৫৩ কোটি টাকা বা ১৪ দশমিক ২০ শতাংশ। ২০১২-১৩ অর্থবছরের তুলনায় ২০১৩-১৪ অর্থবছরে বাজেটের আকার বেড়েছিল ৩০ হাজার ৭৫৩ কোটি টাকা বা ১৬ দশমিক ০৪ শতাংশ। একই সময়ে ঘাটতির পরিমাণ বেড়েছিল ২ হাজার ৩৩৮ কোটি টাকা বা ৫ দশমিক ৮০ শতাংশ। ২০১৩-১৪ অর্থবছরের তুলনায় ২০১৪-১৫ অর্থবছরে বাজেটের আকার বেড়েছিল ২৮ হাজার ১৫ কোটি টাকা বা ১২ দশমিক ৫৯ শতাংশ। বাজেট ঘাটতি বেড়েছিল ১২ হাজার ৯৮৪ কোটি টাকা বা ২৬ দশমক ৮৫ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরের তুলনায় ২০১৫-১৬ অর্থবছরে বাজেটের আকার বাড়ছে ৪৪ হাজার ৫৯৪ কোটি টাকা বা ১৭ দশমিক ৮০ শতাংশ। বাজেট ঘাটতি বাড়ছে ২৫ হাজার ৩১১ কোটি টাকা বা ৪১ দশমিক ২৬ শতাংশ।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা